টেলিভিশনের পর্দায় নতুন সিরিয়াল আসা এখন প্রায় জল ভাতে পরিণত হয়েছে। দর্শকদের চমক দিতে মাঝে মধ্যেই বিনোদনমূলক চ্যানেলগুলোর তরফে আনা হচ্ছে নিত্য নতুন সিরিয়াল। বিগত এক মাসের মধ্যেই প্রকাশ্যে এসেছে একগুচ্ছ নতুন সিরিয়ালের প্রোমো। এরই মধ্যে জল্পনাকে সত্যি করে আজই প্রকাশ্যে এসেছে জি বাংলার নতুন সিরিয়াল (New Serial) ‘তোমার খোলা হাওয়ার’ (Tomar Khola Haowa) প্রোমো (Promo)।
প্রতিশ্রুতি মতোই এই সিরিয়ালে ভেন্ট্রিলোকুইস্ট (Ventriloquist)-এর চরিত্রে কাম ব্যাক করেছেন কি করে বলবো তোমায় সিরিয়ালের রাধিকা অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। দীর্ঘ দেড় বছর পর এই সিরিয়ালের হাত ধরে আরও একবার টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী। যার ফলে দর্শকদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জানা গিয়েছে চলতি বছরের শেষের দিকেই অর্থাৎ ডিসেম্বরের ১২ তারিখ থেকেই রাত সাড়ে ৯-টায় সম্প্রচারিত হবে স্বস্তিকা দত্তের এই নতুন সিরিয়াল।
এই সিরিয়ালের হাত ধরে প্রথমবার একজন ভেন্ট্রিলোকুইস্ট অর্থাৎ মায়াস্বরীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। প্রসঙ্গত এর আগে ছোট পর্দায় কোনো অভিনেত্রীকে এই ধরনের চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি। এটা এমন একটা আর্ট ফর্ম যেখানে মঞ্চে দাঁড়িয়ে পুতুল হাতে কথা বলতে দেখা যায় শিল্পীকে। আর সে এমন ভাবে কথা বলে যাতে তাকে দেখে মনে হয় শিল্পীর হাতে থাকা পুতুলই আসলে কথা বলছে।
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছিলেন এই চরিত্রটি টিভির পর্দায় ফুটিয়ে তুলতে বেশ পরিশ্রম করছেন তিনি। অভিনেত্রীর কথায় ‘দীর্ঘ সময় পর ছোট পর্দায় ভেন্ট্রিলোকুইস্ট-এর চরিত্রে অভিনয় করতে পেরে ভালো লাগছে’। অভিনেত্রী জানিয়েছিলেন এই চরিত্রের জন্য নিয়মিত কণ্ঠস্বরের তালিমও নিতে হচ্ছে তাকে।
ধারাবাহিকে তার বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করছেন ‘জড়োয়ার ঝুমকো’ খ্যাত অভিনেতা শুভঙ্কর সাহা (Subhankar Saha)। প্রকাশ্যে আসা প্রমোতে দেখা গিয়েছে, ধারাবাহিকে স্বস্তিকার নাম হয়েছে ঝিলমিল। সে একজন ভেন্ট্রিলোকুইস্ট হলেও বাড়িতে কোন কাজই ঠিকভাবে করতে পারে না সে। যখন তখন তার হাত দিয়ে পড়ে যায় জিনিসপত্র। যার ফলে মায়ের কাছে উঠতে বসতে বকা খায় সে। কিন্তু বাবার খুব আদুরে মেয়ে সে।
অন্যদিকে নায়কের চরিত্রে থাকা শুভঙ্করকে দেখা যাচ্ছে প্রচন্ড নিয়ম মেনে চলে সে। তাই প্রচন্ড ঠান্ডার মধ্যেই গঙ্গাস্নান করতে সাত সকালেই গিয়ে হাজির হয়েছে গঙ্গার ঘাটে। আর তখনই গঙ্গা মাটি আনতে গিয়ে গঙ্গার ঘাটে ঝাঁপ দিয়ে পড়ে নায়িকা ঝিলমিল। আর তাতেই প্রথম সাক্ষাতেই নায়ক নায়িকার মধ্যে দেখা গেল মিষ্টি দ্বন্দ। একদিকে নায়ক নিয়ম মানায় বিশ্বাসী অন্যদিকে নায়িকা বিশ্বাসী নিয়ম ভাঙায়। এখন দেখার আগামী দিনে দুই বিপরীত মেরুর মানুষ কি করে কাছাকাছি আসে।