বছর শেষের আগেই আগামীকাল অর্থাৎ ১২ ডিসেম্বর থেকে রাত সাড়ে ৯-টায় সিরিয়ালপ্রেমী দর্শকদের জন্য বিনোদনের এক্সট্রা ডোজ নিয়ে হাজির হতে চলেছে জি বাংলার নতুন সিরিয়াল (New Serial) ‘তোমার খোলা হাওয়া’ (Tomar Khola Haowa)। প্রতিশ্রুতি মতোই এই সিরিয়ালে ভেন্ট্রিলোকুইস্ট (Ventriloquist)-এর চরিত্রে কামব্যাক করছেন ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালের রাধিকা অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)।
দীর্ঘ দেড় বছর পর এই সিরিয়ালের হাত ধরেই আরও একবার টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছেন স্বস্তিকা। তাই এতদিনের লম্বা বিরতি কাটিয়ে অবশেষে পর্দায় ফিরতে পেরে দর্শকদের মতোই উৎসাহিত অভিনেত্রী নিজেও। সিরিয়াল শুরুর আগে সম্প্রতি ইউটিউব চ্যানেল টলিটাইমের সাথে খোলামেলা আড্ডায় বসেছিলেন অভিনেত্রী।
প্রসঙ্গত নতুন সিরিয়াল ‘তোমার খোলা হাওয়া’তে স্বস্তিকার নাম ঝিলমিল। যার জীবনের মূল মন্ত্রই হলো নিয়ম ভাঙা। জীবনে কোনদিনও কোন নিয়মের বেড়াজালে সে নিজেকে জড়িয়ে ফেলতে চায় না। ছোটখাটো যে কোন বিষয়েই নিয়ম ভাঙাতেই আসল মজা খুঁজে পায় সে। তবে পর্দার ঝিলমিলের সাথে বাস্তব জীবনের স্বস্তিকার মধ্যে রয়েছেন আকাশ পাতাল পার্থক্য।
এদিনের সাক্ষাৎকারে একথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। প্রসঙ্গত এই সিরিয়ালের প্রথম প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই সকলের নজর কেড়েছে পর্দার ঝিলমিলের পেশা। দেখতে গেলে ভেন্ট্রিলোকুইস্ট নিয়ে সিরিয়াল বাংলা টেলিভিশনের পর্দায় সম্ভবত প্রথম। তাই একথা বলাই পেশায় ভেন্ট্রিলোকুইস্ট বাংলা টেলিভিশনের নতুন নায়িকা ঝিলমিল হতে চলেছে বাকিদের থেকে একেবারেই আলাদা।
তার এই অভিনবত্বই সিরিয়ালের প্রতি বাড়িয়ে তুলছে দর্শকদের আকর্ষণ। স্বস্তিকা জানিয়েছেন তার এই অভিনয় জীবনে তিনি যতগুলো চরিত্র করেছেন তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জিং একটা চরিত্র হচ্ছে ঝিলমিল। অভিনেত্রীর কথায় তার এই নতুন সিরিয়ালে দর্শকরা একই সাথে খুঁজে পাবেন বিনোদনের সমস্ত রসদ।শুরু থেকেই স্বস্তিকা দত্তের নতুন এই সিরিয়ালের কথা বলতে গেলে বারবার উঠে আসছে তার কথা বলার ভঙ্গির প্রসঙ্গ।
এখনও পুরোপুরি শিখে উঠতে না পারলেও স্বস্তিকা জানিয়েছেন এখনও পর্যন্ত তিনি যতটুকু রপ্ত করেছেন তাতে তার মোটামুটি সময় লেগেছে দেড় মাস। এছাড়া এদিন অভিনেত্রী জানিয়েছেন তিনি অভিনয় করতে ভালোবাসে। তাই তার চরিত্রটা যদি শক্তিশালী হয় আর তিনি যদি মনে করেন ওই চরিত্র করে তিনি নিজে সন্তুষ্ট তাহলে মা,কাকিমা,শাশুড়ি যে কোনো চরিত্রে অভিনয় করতে তার কোনো সমস্যা নেই।