• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট চুল বলে ‘বড় লোকের বিটিলো’ গানে আফসোস! শেষে উইগ পরেই বাজিমাত করলেন সেক্সি ডিভা স্বস্তিকা

Published on:

টলিউডের (Tollywood) অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী (Swastika Mukherjee)। বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। যতবারই অভিনয় করেছেন অবাক করেছেন নিজের অভিনয় দিয়ে।  বাংলা ছবি থেকে শুরু করে শর্ট ফিল্ম এমনকি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন অভিনেত্রী। টলিউডের বাকি অভিনেত্রীদের থেকে অনেকটা আলাদা অভিনেত্রী। সমাজের কে কি বলল তার ধার ধরেন না তিনি। নিজের মত করেই নিজের জীবন  চালনা করতে চান অভিনেত্রী, করেনও তাই। যার ফলে বহুবারই বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রী, সংবাদ মাধ্যমের শিরোনামেও এসেছেন বহুবার।

অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। প্রতিনিয়ত নিজে ছবি ও ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। সেখানে স্বস্তিকার অনুগামীর সংখ্যাও নেহাত কম নয়।  সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে স্বস্তিকার অনুগামীর সংখ্যা ইতিমধ্যেই ৯ লক্ষ ৩৭  হাজার চাপিয়ে গেছে। অর্থাৎ বাঙালির কাছে বেশ জনপ্রিয় অভিনেত্রী। যার ফলে ছবি হোক বা ভিডিও শেয়ার করলে তা ভাইরাল হতে বেশি সময় লাগে না।

কিছুদিন আগেই অভিনেত্রী একটি সাহসী কাজ করে রীতিমত তাকে লাগিয়ে দিয়েছিলেন। অনেকের মতেই মেয়েদের লম্বা চুল নাকি মেয়েদের অহঙ্কার। কিন্তু অভিনেত্রী স্বস্তিকা এসবের ধার ধরেন না। কিছুদিন আগে নিজের একটি সেলফি শেয়ার করেছিলেন অভিনেত্রী। ছবিতে অভিনেত্রীর চুলের স্টাইল ব্যাপক ভাইরাল হয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়াতে। চুলের এক দিক ছিল বড়, অন্যদিকটা একবারে ছোট ছোট করে কাটা।

সম্প্রতি অভিনেত্রী একটি ভিডিও শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে ছোট চুলের জন্য খানিক আফসোস করতে দেখা গেছে অভিনেত্রীকে। আসলে ভিডিওতে জনপ্রিয় বাংলা গান বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল গানে নাচতে চেয়েছেন অভিনেত্রী। কিন্তু গানের লাইন শুনে বড় চুল না থাকায় প্রথমে খানিক আফসোস করেন অভিনেত্রী। কিন্তু সেসব ভুলে উইগ পরেই লম্বা চুল বানিয়ে ফেলেন অভিনেত্রী। তারপর গানের তালে তাল মেলান।

ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন। ‘বাজে দিন বলে কিছু হয় না, শুধু গেঁদা ফুল হয় দিন হয় লম্বা লম্বা চুলে’। অভিনেত্রীর এই ভিডিও শহরে করার পরেই তা ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিও শেয়ারের কিছুক্ষনেই মধ্যেই কমেন্ট ও লাইকে ঝড় উঠেছে নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥