• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাচ্চা তো নয় যেন পাকাবুড়ো! দাদাগিরির মঞ্চে আদুরে গলায় সৌরভের চুরির কাহিনী ফাঁস করল ছোট্ট শ্রীহান

ব্যস্ত শিডিউলের মধ্যেই প্রতি সপ্তাহের শেষে দর্শকদের জন্য বিনোদনের ডালি নিয়ে হাজির হয়ে থাকেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। আট থেকে আশি, দাদাগিরির মঞ্চে এসে স্বয়ং সৌরভ গাঙ্গুলীর সাথে দেখা করার সুযোগ হাতছাড়া করেননা কেউই। তা সে সাধারণ মানুষ হোন কিংবা সেলিব্রেটি।

প্রজন্মের পর প্রজন্ম পার করে বাঙালির কাছে আবেগের আর এক নাম সৌরভ গাঙ্গুলী। দাদাগিরি’র মঞ্চে প্রত্যেক সপ্তাহের শেষেই অন্য রূপে ধরা দেন সৌরভ। গত সপ্তাহেই ছিল সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইনস ডে। আর সরস্বতী পুজো স্পেশাল পর্বে সম্প্রতি দাদাগিরির মঞ্চে হাজির হয়েছিলেন এক ঝাঁক কচিকাচা।

   

দাদাগিরি,Dadagiri,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,সরস্বতী পুজো স্পেশাল এপিসোড,Swarasati Pujo Special Episode,শ্রীহান,Srihan,ভিডিও ভাইরাল,Video Viral

তাদের সাথে নিয়েই হাসি -ঠাট্টা হই হুল্লোড়ে মেতে উঠেছিলেন সৌরভ নিজেও। বরাবরই শোয়ে আসা খুদে অতিথিদের সাথে নজরকাড়া রসায়ন দেখা দেখা যায় মহারাজের। আর এদিন সরস্বতী পুজো স্পেশ্যাল এপিসোডে হাজির খুদে অতিথিদের মধ্যেই একজন ছিলেন ছোট্ট শ্রীহান।

দাদাগিরি,Dadagiri,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,সরস্বতী পুজো স্পেশাল এপিসোড,Swarasati Pujo Special Episode,শ্রীহান,Srihan,ভিডিও ভাইরাল,Video Viral

তার দুষ্টুমিতে মন জড়িয়েছে স্বয়ং সৌরভ গাঙ্গুলী সহ দর্শকদেরও। সম্প্রতি এই বিশেষ পর্বের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে এই একরত্তি শ্রীহানের কাছে সৌরভের প্রশ্ন , কীভাবে এই শো-এর নাম ‘দাদাগিরি’ হল? এরপর আদুরে গলায় ছোট্ট শ্রীহানের উত্তর শুনে হেসে গড়াগড়ি খায় সকলে।

ভিডিওতে দেখা যাচ্ছে স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে দাদাগিরির নামকরণের কারণ হিসাবে সে জানায়, ‘ তুমি একটা ফুটবলার ছিলে। তারপর তোমার বয়স যখন আট বছর হল তুমি তোমার দাদার ব্যাট-বল সব চুরি করে ক্রিকেট খেলতে।’ ‘চুরি’ শব্দটা শুনে কার্যত আকাশ থেকে পড়েন সৌরভ। অবাক হয়ে তিনি বলে ওঠেন ‘ কী চুরি করে!’ তাতেও না থেমে শ্রীহান বলতে শুরু করে ‘তারপর তুমি হলে ক্রিকেটার। সবাই তোমাকে দাদা বলে। আর দাদার সঙ্গে গিরি যোগ হয়ে হল দাদাগিরি’।