বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল। অবসর সময়ে সিরিয়ালপ্রেমীদের মনের ক্লান্তি দূর করার অন্যতম মাধ্যম হল সিরিয়াল। তাই পছন্দের তারকাদের টিভির পর্দায় না দেখা মাত্রই মন ভালো হয়ে যায় দর্শকদের। আজকের দিনে দর্শকমহলে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘আয় তবে সহচরী'(Aye Tobe Sohochori)।
শুরু থেকেই একেবারে ভিন্ন স্বাদের গল্প বলে আসছে এই ধারাবাহিক। এই সিরিয়ালে বিশেষ প্রাধান্য পেয়েছে শ্বাশুড়ি সহচরী এবং তার বৌমা ধিঙ্গির সম্পর্ক। ধারাবাহিকে সহচরীর ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenica Banerjee) অন্যদিকে বরফি অর্থাৎ ধিঙ্গির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অরুণিমা হালদার (Arunima Halder)।
ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে জীবনের মাঝ বয়সে এসেও সংসার সামলে পড়াশোনা করে শিক্ষিত হয়ে ওঠার স্বপ্ন দেখে সহচরী। আসলে ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল সে। তাই পড়শোনা করতে ভীষণ ভালোবাসে সই। তাই প্রথম দিকে বাড়ির সবাইকে লুকিয়ে অনেক কাঠখড় পুড়িয়ে কলেজে পড়া শুরু করে সই।
ঠাকুর দেবতাদের মধ্যে তার কাছে বিশেষ গুরুত্ব রয়েছে বিদ্যার দেবী সরস্বতীর। আর সামনেই আসছে বাঙালির এই প্রিয় উৎসব। তাই বিশেষ দিনটিকে আর পাঁচ জনের মতোই একেবারে নিজের মতো করে গুছিয়ে উদযাপন করতে চলেছে সহচরীও। ইতিমধ্যেই সেকথা নিজে মুখে জানিয়েছেন সহচরী অভিনেত্রী কণীনিকা ব্যানার্জী (Koneenica Banerjee)।
সহচরীর সরস্বতী বন্দনার সেই ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে আনা হয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফে। দেখা যাচ্ছে দেবী সরস্বতীর বন্দনায় স্পষ্ট সংস্কৃত উচ্চারণে সরস্বতী মন্ত্র বলে চলেছেন সহচরী। এরপরেই দেখা যায় সহচরীর বাড়িতে এসেছে এক বড় সরস্বতীর প্রতিমা। আর আরাধনা করতে ভোগ থেকে শুরু করে সমস্ত আয়োজন নিজে হাতে করে সহচরী।