• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিপাড়ায় খুশির জোয়ার, একেরপর এক মা হতে চলেছেন এই ৫ অভিনেত্রী

Published on:

Swara Bhaskar to Ileana D'cruze 5 Bollywood actress going to be mother soon

বিগত ২ বছরে বিনোদন জগতে একের পর এক বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় সব বলি তারকারা। আর বিয়ের পরেই ইতিমধ্যেই সুখবর দিয়েছেন বেশ কয়েকজন বলি সুন্দরী। তবে এবার হবু মায়েদের তালিকায় যোগ দিতে চলেছেন আরও কয়েকজন বলিউড অভিনেত্রী। যদিও এদের মধ্যে অনেকেই মা হচ্ছেন বিয়ের আগে। আজ বং ট্রেন্ডের পাতায় থাকল বলিউডের এমনই ৫ জন হবু মায়েদের তালিকা।

স্বরা ভাস্কর (Swara Bhasker): হাতে গোনা মাত্র কয়েক মাস আগেই অর্থাৎ চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসেই সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের সাথে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। সম্প্রতি সোশ্যাল স্বামীর সাথে একটি ছবি দিয়ে মা হওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী।

বলিউড অভিনেত্রী,Bollywood Actress,হবু মা,Would Be Mother,স্বরা ভাস্কর,Swara Bhasker,ইলিয়ানা ডিক্রুজ,Ileana D’cruz,ইশিতা দত্ত,Ishita Dutta,উপাসনা কোনিদেলা,Upasana Konidela,গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস,Gabriella Demetriades

ইলিয়ানা ডিক্রুজ (Ileana D’cruz): খুব তাড়াতাড়ি মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আগেই এবার মা হতে চলেছেন এই বলি সুন্দরী। সদ্য তিনি নিজেই প্রকাশ্যে এনেছিলেন তাঁর বেবি বাম্পের ছবি।

বলিউড অভিনেত্রী,Bollywood Actress,হবু মা,Would Be Mother,স্বরা ভাস্কর,Swara Bhasker,ইলিয়ানা ডিক্রুজ,Ileana D’cruz,ইশিতা দত্ত,Ishita Dutta,উপাসনা কোনিদেলা,Upasana Konidela,গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস,Gabriella Demetriades

ইশিতা দত্ত (Ishita Dutta): খুব তাড়াতাড়ি মা হতে চলেছেন বলিউডের আরও একজন সুন্দরী অভিনেত্রী। তিনি হলেন ‘দৃশ্যম’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ইশিতা দত্ত। তাঁর স্বামী হলেন বলিউড অভিনেতা বৎসল শেঠ। এবার তাঁদের ছোট্ট সংসারেও আসছে এক ফুটফুটে নতুন সদস্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের বেবিবাম্পের ছবি শেয়ার করেছিলেন ইশিতা।

বলিউড অভিনেত্রী,Bollywood Actress,হবু মা,Would Be Mother,স্বরা ভাস্কর,Swara Bhasker,ইলিয়ানা ডিক্রুজ,Ileana D’cruz,ইশিতা দত্ত,Ishita Dutta,উপাসনা কোনিদেলা,Upasana Konidela,গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস,Gabriella Demetriades

উপাসনা কোনিদেলা (Upasana Konidela): তবে ইদানীং মা হওয়ার ধুম শুধু বলিউড ইন্ডাস্ট্রিতেই নয় লক্ষ্য করা যাচ্ছে সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। তাই হবু মায়েদের এই তালিকায় রয়েছেন সুপারস্টার রামচরণের স্ত্রী উপাসনা কোনিদেলা। সম্প্রতি বাড়িতে এই নতুন সদস্য আসার সুখবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন খোদ রামচরণ।

বলিউড অভিনেত্রী,Bollywood Actress,হবু মা,Would Be Mother,স্বরা ভাস্কর,Swara Bhasker,ইলিয়ানা ডিক্রুজ,Ileana D’cruz,ইশিতা দত্ত,Ishita Dutta,উপাসনা কোনিদেলা,Upasana Konidela,গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস,Gabriella Demetriades

গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস (Gabriella Demetriades):  হবু মায়েদের এই তালিকায় রয়েছেন বলিউড  অভিনেতা অর্জুন রামপাল (Arjun Rampal)-এর প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস।

বলিউড অভিনেত্রী,Bollywood Actress,হবু মা,Would Be Mother,স্বরা ভাস্কর,Swara Bhasker,ইলিয়ানা ডিক্রুজ,Ileana D’cruz,ইশিতা দত্ত,Ishita Dutta,উপাসনা কোনিদেলা,Upasana Konidela,গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস,Gabriella Demetriades

তবে গ্যাব্রিয়েলা কিন্তু বিয়ের আগেই মা হতে চলেছেন। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই  সুখবর দিয়েছেন এই তারকা জুটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥