• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্দার প্রেম গড়িয়েছে বাস্তবেও! জগদ্ধাত্রীর সাথে প্রেম নিয়ে অকপট ‘স্বয়ম্ভু’ সৌম্যদীপ

Published on:

Swambhu actor Soumyadeep Mukherjee opens up about his relatoship with Jagadhatri actress Ankita Mallick

Soumyadeep Mukherjee open up about relation with Ankita mallick: বিনোদন জগতে নায়ক নায়িকারা একসাথে কোন সিরিয়ালে অভিনয় করলে তাঁদের জুটি যদি হিট হয় তাহলে দর্শকদের মনে একটা সুপ্ত বাসনা তৈরি হয় যাতে তাদের পর্দার প্রেম গড়ায় বাস্তবে। তাই অনেকে ভেবেই নেন সিরিয়ালের মতই পর্দার নায়ক নায়িকারা বোধ হয় প্রেম করছেন বাস্তব জীবনেও। তবে দর্শকদের এই আন্দাজ যে সবসময় ভুল প্রমাণিত হয় তা কিন্তু নয়। বিশেষ করে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এমন অনেক তারকা জুটি রয়েছেন যারা সম্পর্কে জড়িয়েছেন সিরিয়ালের সূত্রেই।

তবে সবার ক্ষেত্রেই যে এমনটা ঘটে তা কিন্তু নয়। বাংলা সিরিয়ালের জগতে অত্যন্ত জনপ্রিয় এমনই দুই জুটি হলেন জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু (Jagadhatri & Swambhu)। ইদানিং টেলিপাড়ায় জোর গুঞ্জন ছোটপর্দার এই জগধাত্রী স্বয়ম্ভু অর্থাৎ অভিনেত্রী অঙ্কিতা মল্লিক এবং অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় (Ankita Mallick & Soumyadeep Mukherjee) বাস্তব জীবনেও নাকি চুটিয়ে প্রেম করছেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,স্বয়ম্ভু,Swambhu,সৌম্যদীপ মুখার্জী,Somyadeep Mukherjee,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,সম্পর্ক,Relationship,প্রতিক্রিয়া,Reaction

যদিও ইতিপূর্বে একাধিক সাক্ষাৎকারে সৌম্যদীপের সাথে সম্পর্ক নিয়ে একাধিকবার মুখ খুলেছিলেন জগদ্ধাত্রী অভিনেত্রী অঙ্কিতা। তবে বারবার অভিনেত্রী জানিয়েছেন একসাথে সিরিয়াল করার সুবাদে সৌম্যদীপ এবং তার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে ঠিকই। কিন্তু তা কোন ভাবে প্রেমের সম্পর্ক নয়। এই একই সুর এদিন শোনা গেল জগদ্ধাত্রীর নায়ক স্বয়ম্ভু অর্থাৎ অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়ের গলাতেও।

সম্প্রতি আনন্দবাজার অনলাইনে অভিনেতা বলেছেন ‘সবাই কেন এই গুজব রটাচ্ছে, আমি জানি না। অঙ্কিতা এবং আমি খুব ভাল বন্ধু। একসঙ্গে কাজ করতে করতে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। তবে সেটা কখনও প্রেম নয়। সম্পূর্ণ মিথ্যে কথা ছড়ানো হচ্ছে আমাদের নামে’। অঙ্কিতার সাথে প্রেমের প্রসঙ্গে অভিনেতা রসিকতা করে সৌম্যদীপ জানিয়েছেন ‘আমি তো জিম করছি। প্রেম তো করছি না।’

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,স্বয়ম্ভু,Swambhu,সৌম্যদীপ মুখার্জী,Somyadeep Mukherjee,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,সম্পর্ক,Relationship,প্রতিক্রিয়া,Reaction

অভিনয়ে আসার জার্নি প্রসঙ্গে বলেছেন তিনি আদতে হাওড়ার ছেলে। উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই তিনি মডেলিং শুরু করেছিলেন। তবে মডেলিং-এর পাশাপাশি সেই সময় চালিয়ে গিয়েছিলেন পড়াশোনাটা।  ডিস্টেন্সেই পড়াশোনা করেছেন অভিনেতা। তবে মডেলিংয়ে আসার সময় থেকেই বরাবরই ক্যামেরার সামনে আসার ইচ্ছা ছিল সৌম্যদীপের।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,স্বয়ম্ভু,Swambhu,সৌম্যদীপ মুখার্জী,Somyadeep Mukherjee,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,সম্পর্ক,Relationship,প্রতিক্রিয়া,Reaction

এ প্রসঙ্গে অভিনেতা বলেছেন ‘বরাবরই ক্যামেরার সামনে নিজেকে দেখার ইচ্ছা ছিল। তারপর বেশ কিছু বিজ্ঞাপনের সুযোগ আসে। ২০১৭ সালে আমার একটা বড় কাজের সুযোগ আসে। মডেল হিসাবে এরপর ত্রিশূল সিরিয়ালে অভিনয়ের সুযোগ পাই’। সেইসাথে এদিন ব্লুজ প্রোডাকশন হাউজের কর্ণধার স্নেহাশীষ চক্রবর্তীর প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছেন সৌম্যদীপ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥