• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুস্মিতা সেনের মেয়ে রেনে মাত্র ২১ বছর বয়সে, পা রাখতে চলেছে বলিউডে দেখুন ছবি !

Published on:

সুস্মিতা সেন, নিজের দুই মেয়েকে নিয়েই তার সংসার। একদা বিশ্বসুন্দরী  খেতাব পেয়েছিলেন সুস্মিতা সেন। তিনি কিন্তু বিয়ে করেননি ,দত্তর নিয়েছেন দুই মেয়েকে, একজন রেনে ওপর জন আলিয়া।

সুস্মিতার বড় মেয়ে রেনের বয়স দেখতে দেখতে ২১। ছোটবেলা থেকেই মায়ের মত অভিনেত্রী হবার ইচ্ছা রেনের। তাই লেখাপড়া শেষ করেই নেমে পড়েছেন রুপোলি পর্দার দুনিয়াতে।

জানা যাচ্ছে,জীবনের প্রথম ছবিও পেয়ে গেছে তিনি। ছবির নাম “সুতাবাজি”। অনলাইন প্লাটফর্মে (OTT)মুক্তি পাবার কথা ছবিটির।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। সাথে প্রথম দিনের শুটিং এর কিছু ছবিও শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে।

যেমনটা জানা গেছে ছবিতে ছটফটে মেয়ের চরিত্রে অভিনয়  করছেন রেনে। গোটা ছবিটি মা ও মেয়ের সম্পর্কের ওপর তৈরী। একদিনে টিনেজ ছটফটে মেয়ে আর অন্যদিকে বেশ রক্ষণশীল মা(Conservative)।

কবির খুরানা পরিচালিত এই ছবিতে রেনের বাবা-ও মা  এর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কামাল ছাবরিয়া ও রাহুল বোহরাকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥