• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গুণের অভাব নেই, মিস ইউনিভার্স সুস্মিতাকেও অপমান করে কাঁদিয়ে ছেড়েছিলেন মহেশ ভাট!

Published on:

Sushmita Sen was once insulted by Mahesh Bhatt

বলিউডের অন্যতম নামী পরিচালকদের মধ্যে নিঃসন্দেহে নাম থাকবে মহেশ ভাটের (Mahesh Bhatt)। তবে তিনি নিজের কাজের মতোই ব্যক্তিগত জীবনের জন্যও বারবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন। সম্প্রতি ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেন (Sushmita Sen) মহেশের বিষয়ে এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। অভিনেত্রী জানিয়েছেন, ভিড়ের মধ্যে তাঁর সঙ্গে ‘অসভ্যতা’ করেছিলেন পরিচালক। যা একেবারেই সহ্য করতে পারেননি অভিনেত্রী।

সম্প্রতি টুইঙ্কল খান্নার সঙ্গে কথা বলার সময় মহেশের বিষয়ে এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন সুস্মিতা। পর্দার ‘আরিয়া’ জানিয়েছেন, ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘দস্তক’ ছবির সময়ে এই ঘটনা ঘটেছিল। এই ছবিতে তিনি নিজেরই একটি ভার্সনে অভিনয় করেছিলেন। শুধু তাই নয়, ‘মিস ইউনিভার্স’ খেতাব জেতার পর তাঁকে নাকি অভিনয়ের দুনিয়ায় পা রাখার জন্য মহেশই রাজি করেছিলেন। কিন্তু সেই অভিনয় করতে গিয়েই হয়েছিল এই  বিপত্তি!

Sushmita Sen

সুস্মিতা জানিয়েছেন, মহেশ নাকি একদিন ওনাকে ফোন করে বলেছিলেন অভিনেত্রীকে সুস্মিতা সেনের চরিত্রে অভিনয় করতে হবে। যা শুনে হতবাক অভিনেত্রী বলেছিলেন, তিনি তো অভিনয়ের বিষয়ে কিছুই জানেন না। পরিচালক প্রত্যুত্তরে বলেছিলেন, ‘আমি কখন বলেছি তুমি খুব ভালো অভিনেত্রী? তবে আমি একজন দুর্দান্ত পরিচালক’। কিন্তু সেই ছবির মুহূর্ত শটের সময়ই হয়েছিল এই কাণ্ড।

‘মিস ইউনিভার্স’ বলেন, ‘আমি ওই ছবির দৃশ্যের শুটিং করছিলাম। সেখানে আমায় আমার কান থেকে কানের দুল টেনে বের করে কারোর ওপর ফেলতে হতো। কিন্তু আমি খুব বাজে অভিনয় করছিলাম। কিন্তু উনি (মহেশ) সত্যিই একজন দারুণ পরিচালক। কারণ উনি আবার আড়ষ্টতা ভাঙার জন্য ৪০জন মিডিয়া পারসন, ২০জন প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টের সামনে আমার ওপর অ্যাটাক করেছিলেন’।

Sushmita Sen on Mahesh Bhatt

অভিনেত্রী জানান, সবার সামনে মহেশের এই ব্যবহারের কারণে তিনি কাঁদতে শুরু করে দিয়েছিলেন। এরপরও পরিচালক বলেন, ‘কী নিয়ে এসেছ? পর্দায় এইভাবে মিস ইউনিভার্সের চরিত্রে অভিনয় করবে? এ তো নিজের প্রাণ বাঁচানোর জন্যেও অভিনয় করতে পারবে না’। এই কথা শুনে নাকি সুস্মিতা বেজায় চটে গিয়েছিলেন এবং উনি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় মহেশ ওনার হাত ধরে  আটকাতে গেলে বঙ্গ তনয়া বলে উঠেছিলেন, ‘না, আপনি আমার সঙ্গে এই ভাবে কথা বলতে পারেন না’। তা দেখে মহেশ বলেন, ‘একে বলে রাগ। যাও এবার ক্যামেরার সামনে এই রাগ দেখাও’।

সুস্মিতা এরপর বলেন, এই ঘটনার পর তিনি নাকি এতটাই রেগে গিয়েছিলেন যে কান থেকে দুল তেণেবের করার সময় নিজের কানও খিমচে দিয়েছিলেন। অভিনেত্রীর একথা শুনে দর্শকরা প্রায় একবাক্যেই মেনে নিয়েছেন, মহেশ একজন বড় মাপের পরিচালক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥