• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সম্পত্তির নিরিখে ললিতের কাছে পাত্তায় পাবেন না সুস্মিতা! রইল অভিনেত্রীর মোট সম্পত্তির হিসেব

সম্প্রতি বলিউডের নামী অভিনেত্রী এবং প্রাক্তন ‘মিস ইউনিভার্স’ সুস্মিতা সেনের (Sushmita Sen) সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জনসমক্ষে স্বীকার করে নিয়েছেন আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী (Lalit Modi)। সামাজিক মাধ্যমে একাধিক রোম্যান্টিক ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দিয়েছেন তিনি। সঙ্গেই এও জানিয়েছেন ভগবানের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই একদিন সাত পাক ঘুরবেন তাঁরা।

তবে আইপিএলের এক কালের কর্তা ললিতের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে চরম ট্রোলের শিকার হয়েছেন সুস্মিতা। শুধুমাত্র টাকার জন্যই ‘বুড়ো’ ললিতের সঙ্গে প্রেমের নাটক করছেন অভিনেত্রী, উঠেছে এমন অভিযোগও। কেউ কেউ তো এও বলছেন, ললিতকে প্রেমিক নয়, বরং নিজের ‘স্পনসর’ বানিয়েছেন অভিনেত্রী। তিনি শুধু নায়িকার সব খরচ বহন করবেন।

   

Sushmita Sen and Lalit Modi

কয়েকজন নেটাগরিক আবার এসবের মাঝে সুস্মিতার প্রাক্তন প্রেমিক রহমান শলকেও টেনেছেন। তাঁদের দাবি, ললিতের সঙ্গে টাকার জন্য প্রেমের নাটক করছেন অভিনেত্রী। এখনও তাঁর আসল প্রেম রহমানের সঙ্গেই। আর এইসবের কারণেই হঠাৎ করেই প্রাক্তন ‘মিস ইউনিভার্স’এর মোট সম্পত্তির পরিমাণ (Sushmita Sen net worth) সামনে চলে এসেছে।

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ৫৮ বছর বয়সি ললিত মোদী ৪৫০০ কোটি টাকার মালিক। অপরদিকে তাঁর মোট সম্পত্তির কাছে তাঁর প্রেমিকার সম্পত্তির পরিমাণ একেবারেই নগণ্য। জানা গিয়েছে, ‘আরিয়া’ খ্যাত অভিনেত্রী এখন বছরে মাত্র ৯ কোটি টাকা আয় করেন। তাঁর মাসিক আয় ৬০ লাখ টাকা। এই বঙ্গ তনয়ার মোট সম্পত্তির পরিমাণ ৭৪ কোটি টাকা।

Sushmita Sen

সংশ্লিষ্ট প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রত্যেক সিনেমার জন্য ৩-৪ কোটি টাকা পারিশ্রমিক নেন সুস্মিতা। সেটিই তাঁর আয়ের মূল উৎস। এর পাশাপাশি প্রত্যেক ব্র্যান্ড এনডোর্সমেন্টের জন্য ১.৫ কোটি টাকা নেন তিনি। জানা যায়, অভিনেত্রীর একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিও রয়েছে।

ললিতের সম্পত্তির নিরিখে বিচার করা হলে, সুস্মিতার সম্পত্তির পরিমাণ নিঃসন্দেহে অনেকটা কম। তবে অভিনেত্রীর লাইফস্টাইল বেশ বিলাসবহুল। মুম্বইয়ের ভারসোভা এলাকায় একটি বিশাল অ্যাপার্টমেন্টে দুই মেয়ে রেনে এবং আলিশাকে নিয়ে থাকেন প্রাক্তন ‘মিস ইউনিভার্স’।