• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আচমকাই হার্ট অ্যাটাক! তড়িঘড়ি হাসপাতালে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন

Published on:

Sushmita Sen Heart Attack admitted to hospital

বলিউডের (Bollywood) অন্যতম ফিট অভিনেত্রী হলেন সুস্মিতা সেন (Sushmita Sen)। ৪৭ বছর বয়সী সুস্মিতার ফিটনেস অনুপ্রেরণা জোগায় অনেককেই। কিন্তু সম্প্রতি এই অভিনেত্রীই হৃদরোগে (Heart attack) আক্রান্ত হয়েছেন। প্রাক্তন বিশ্বসুন্দরীর শারীরিক অসুস্থতার খবর পেয়ে স্বাভাবিকভাবেই বেশ দুশ্চিন্তায় পড়েছেন অনুরাগীরা। বঙ্গ তনয়ার আরোগ্য কামনা করছেন তাঁরা।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করে সুস্মিতা নিজে তাঁর হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর জানান। সেই সঙ্গে এও বলেন, অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে তাঁর, বসানো হয়েছে স্টেন্ট। যদিও এত বড় ধাক্কার পরেও একটুও ভেঙে পড়েননি তিনি। বরং নতুন উদ্যমে জীবন উপভোগ করার জন্য তৈরি বলে জানান সুস্মিতা।

Sushmita Sen, Sushmita Sen heart attack

‘আরিয়া’ অভিনেত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘নিজের হৃদয়কে সাহসী এবং খুশি রাখবে। তোমার যখন সবচেয়ে বেশি দরকার হবে তখন এটা তোমার পাশে থাকবে। (আবার বাবার সুবীর সেনের কিছু বুদ্ধিদীপ্ত কথা)। কয়েকদিন আগে আমি হৃদরোগে আক্রান্ত হয়েছিলাম। অ্যাঞ্জিওপ্লাস্টি এবং স্টেন্ট বসানো হয়ে গিয়েছে এবং সবচেয়ে জরুরি, হৃদরোগ বিশেষজ্ঞ বলেছেন, ‘আমার হৃদয় অনেক বড়’।

সুস্মিতার সংযোজন, ‘সময় মতো সাহায্য করার জন্য এবং চিকিৎসা শুরু করার জন্য অনেককে ধন্যবাদ জানাচ্ছি। এই নিয়ে পরে আর একটি পোস্ট করব। এই পোস্টের মাধ্যমে তোমাদের (আমার শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জন) সুখবরটা জানালাম। সবকিছু ভালো আছে এবং আমি আবার জীবন উপভোগের জন্য তৈরি। আমি তোমাদের প্রত্যেককে অনেকটা ভালোবাসি। #ঈশ্বর মহান #দুগ্গা দুগ্গা’।

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)


সুস্মিতার হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়ামাত্রই অনুরাগীরা তাঁর আরোগ্য কামনা করতে শুরু করে দেন। একজন নেটাগরিক যেমন লিখেছেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনার আরোগ্য কামনা করছি’। ‘আরিয়া’ সিরিজে সুস্মিতার ছেলে বীরের চরিত্রে অভিনয় করা বীরেন ভাজিরানী আবার লিখেছেন, ‘তুমি ভালো আছো শুনে খুব ভালোলাগছে। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। শীঘ্রই দেখা হবে মা’।

Sushmita Sen, Sushmita Sen heart attack, Sushmita Sen and Viren Vajirani

প্রসঙ্গত, প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতাকে শীঘ্রই ‘আরিয়া’ সিজন ৩’এ দেখা যাবে। কয়েকমাস আগে অভিনেত্রী নিজে ‘আরিয়া’র নতুন সিজন আসার কথা ঘোষণা করেছিলেন। সুস্মিতার অনুরাগীরা আশা করবেন, শীঘ্রই সুস্থ হয়ে ফের নতুন উদ্যমে শ্যুটিং শুরু করে দেবেন তিনি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥