• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৩ মাসের মাথায় সিরিয়াল বন্ধ হওয়ায় কষ্ট হয়েছিল খুব! পর্দায় ফিরে আক্ষেপের সুর সুস্মিতার গলায়

টেলিভিশনের পর্দায় এখন নতুন সিরিয়ালের হিড়িক। একের পর এক সিরিয়াল বন্ধের সাথে সাথেই শুরু হচ্ছে নতুন সিরিয়াল। সম্প্রতি স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এমনই এক নতুন সিরিয়াল ‘পঞ্চমী’ (Panchami)। অলৌকিক ঘটনা এবং নাগ-নাগিনীদের গল্প নিয়েই শুরু হয়েছে এই ভিন্ন স্বাদের সিরিয়াল। যা শুরু হওয়ার আগে থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

বিশেষ করে প্রথম পর্বেই পঞ্চমীর VFX দেখে সোশ্যাল মিডিযায় প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। তাই সিরিয়ালের নির্মাতারা এখনও পর্যন্ত যেমন দর্শকদের নিরাশ করেননি, তেমনি দর্শকরাও ভালোবাসা দিচ্ছেন দুহাত ভরে। যার স্পষ্ট ছাপ পড়ছে টিআরপি (TRP) তালিকায়। প্রথম সপ্তাহেই ৮.৪ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে পঞ্চমী।

   

New serial Panchami review

অলৌকিক কাহিনী নির্ভর এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। প্রসঙ্গত স্টার জলসার ভিন্ন স্বাদের সিরিয়াল ‘বৌমা একঘর’ শেষ হওয়ার পর এই নতুন সিরিয়ালের হাত ধরেই আরও একবার কামব্যাক করেছেন সুস্মিতা। প্রথম সপ্তাহেই টিআরপিতে দুর্দান্ত রেজাল্ট করে ভীষণ খুশি পর্দার পঞ্চমী অভিনেত্রী সুস্মিতা নিজেও।

পঞ্চমী,Panchami,টিআরপি,TRP,সুস্মিতা দে,Sushmita Dey,বৌমা একঘর,Bouma Ekghor,নতুন সিরিয়াল,New Serial

উল্লেখ্য এর আগে সুস্মিতা অভিনীত ‘বৌমা একঘর’ (Bouma Ekghor)-সিরিয়ালে আনকোরা কনসেপ্ট থাকা সত্ত্বেও তা তিন মাসের বেশি চলেনি। মাত্র ৯০ দিনেই শেষ হয়েছিল সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং। সেবার এত কম সময়ে আচমকা সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ায় মন খারাপ হয়ে গিয়েছিল অভিনেত্রীর। খুব কষ্ট পেয়েছিলেন তিনি। তাই সুস্মিতা জানিয়েছেন, ‘তিন মাসের মাথায় যখন আগের ধারাবাহিক বন্ধ হয়ে যায় তখন খুব কষ্ট পেয়েছিলাম।’

Sushmita Dey in New Serial Panchomi

তবে শুরুতেই নতুন ধারাবাহিকের  (New Serial) এই সাফল্যে দারুন উচ্ছসিত সুস্মিতা। তাই এপ্রসঙ্গে এদিন আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘আমি খুব খুশি। এত খুশি যে ভাষায় প্রকাশ করতে পারব না।’ সুস্মিতার কথায় ‘পুরনো কষ্টে অনেকটা প্রলেপ দিল। নতুন মেগার এই ফল অনেকটা স্বস্তি দিল।’ প্রসঙ্গত নতুন এই সিরিয়ালে সুস্মিতার বিপরীতে নায়ক কিঞ্জলের চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত (Rajdeep Gupta) -কে। স্টার জলসার জনপ্রিয় মেগা ‘ওগো বধূ সুন্দরী’র পর এই প্রথম ছোটপর্দায় ফিরলেন তিনি।

site