• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হিড়িক পড়েছে নতুন সিরিয়ালের! কামব্যাক করছে সুস্মিতা-রাজদীপ, কবে-কোন চ্যানেল রইল আপডেট  

সিরিয়াল আর বিনোদন কথাটা যেন দিনে দিনে একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। অবসরসময়ে সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশী সকলেই। এখন অবস্থাটা এমন যে সিরিয়াল দেখা দর্শকদের রোজকারের অভ্যাসে পরিণত হয়েছে। পছন্দের সিরিয়াল না দেখা পর্যন্ত গোটা দিনটাই যেন অসম্পূর্ণ থেকে যায় সিরিয়ালপ্রেমী দর্শকদের।

তাছাড়া দিনের পর দিন সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালে চরিত্ররাও কবে যেন দর্শকদের একেবারে ঘরের মানুষ হয়ে ওঠেন। তবে যাই বলুন না কেন এখনকার দিনে যে কোন সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি। তাই টিআরপি তালিকায় পিছিয়ে পড়তেই  ইদানিং বন্ধ করে দেওয়া হচ্ছে যে কোন সিরিয়াল। এই একই কারণে কিছুদিন আগেই মাত্র তিন মাসের মাথায় বন্ধ হয়ে গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘বৌমা একঘর’।

   

নতুন সিরিয়াল,New Seial,রাজদীপ গুপ্ত,Rajdeep Gupta,সুস্মিতা দে,Sushmita Dey

চিরাচরিত সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে এক ভিন্ন স্বাদের  সিরিয়াল হলেও দর্শকদের মনে সেভাবে জায়গা করে নিতে পারেনি এই সিরিয়াল। তাই সিরিয়ালের বিষয়বস্তু ভালো হলো খারাপ টি আর পি  স্কোরের জন্য সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। ধারাবাহিকের টিয়া চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে সেইভাবে ছাপ ফেলতে পারেননি ‘অপরাজিত অপু’ সিরিয়ালের নায়িকা সুস্মিতা দে (Sushmita Dey)।

 

নতুন সিরিয়াল,New Seial,রাজদীপ গুপ্ত,Rajdeep Gupta,সুস্মিতা দে,Sushmita Dey

তাই অসময়ে সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় মন খারাপ ছিল অভিনেত্রীর অনুরাগীদের। তবে খুব তাড়াতাড়িই  সমস্ত অপেক্ষায় অবসান অবসান ঘটতে চলেছে। স্টার জলসার পর্দায় আসতে চলেছে অভিনেত্রীর নতুন সিরিয়াল (New Seial) ‘নাগ পঞ্চমী’। কল্পকাহিনী মূলক এই সিরিয়ালে মুখ্য চরিত্রের দেখা যাবে সুস্মিতাকে। তার বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা রাজদীপ গুপ্ত  (Rajdeep Gupta)।

নতুন সিরিয়াল,New Seial,রাজদীপ গুপ্ত,Rajdeep Gupta,সুস্মিতা দে,Sushmita Dey

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ওগো বধূ সুন্দরী ‘তে অভিনয় করার ৬ বছর বাদে বাংলা টেলিভিশনের পর্দায় কামব্যাক করছেন রাজদীপ। তবে আগে শোনা গিয়েছিল রাজদীপের নতুন সিরিয়ালের নায়িকা হিসেবে দেখা যাবে মহাপীঠ তারাপীঠ সিরিয়ালের তারামা অভিনেত্রী নবনীতা দাস কে। কিন্তু পরবর্তীতে জানা যায় নবনীতা নয় ধারাবাহিকের মুখো চরিত্রে অভিনয় করবেন সুস্মিতা।

নতুন সিরিয়াল,New Seial,রাজদীপ গুপ্ত,Rajdeep Gupta,সুস্মিতা দে,Sushmita Dey

জানা যাচ্ছে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ধারাবাহিকের চরিত্রদের লুক সেট। আর কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে নতুন সিরিয়ালের প্রোমো শুটিং। এখন সেই প্রোমো  শুটিং এর জন্যই  ধারাবাহিকের গোটা টিম গিয়ে পৌঁছেছে বোলপুরে। জানা যাচ্ছে সব ঠিক থাকলে আগামী মাসেই অর্থাৎ নভেম্বরে শেষে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই টিভির পর্দায় শুরু হবে রাজদীপ সুস্মিতা জুটির নতুন সিরিয়াল নাগপঞ্চমী।

site