• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্তের প্রাক্তন প্রেমিকা পালন করলেন করওয়া চৌথ, অঙ্কিতার সাজে কুপোকাত নেটিজেনরা

মৃত্যুর পাঁচ মাস অতিক্রান্ত হওয়ার পরেও এখনও অধরা সুশান্ত মৃত্যু রহস্য। আর এরই মাঝে করওয়া চৌথ উপলক্ষ্যে নবসাজে ইনস্টাগ্রামে ধরা দিলেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। টিভি অভিনেত্রীর সাজে ছিল লাল শাড়ি এবং ম্যাচিং লালরঙা গয়না। অনেক নেটিজেনই অঙ্কিতার জৌলুসকে চাঁদের সৌন্দর্যের সাথে তুলনা করেছেন।

করওয়া চৌথ উপলক্ষ্যে মহিলারা সাধারণত লাল শাড়িই পড়ে থাকেন। ব্যতিক্রমী হননি অঙ্কিতাও। যদিও সৌন্দর্যের নিরিখে বাকিদের থেকে অনেকটাই এগিয়েছিলেন তন্বী অভিনেত্রী। বলিপাড়ার খবর বলছে, বলিউডের ট্রেন্ড মেনে অঙ্কিতাও কল্কি ফ্যাশন থেকে তাঁর গয়নাগুলি নিয়েছেন। লাল শাড়ি ও অনাবিল হাসিতে অঙ্কিতাকে দেখে ইতিমধ্যেই কমেন্ট বক্সে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেছেন বহু নেটিজেন!

লাল সিল্কের শাড়িতে অঙ্কিতাকে দেখাচ্ছে নববধূর মত, আর তাতেই মজেছে তরুণরা। এই শাড়ি বেছে দেওয়ার জন্য ফ্যাশন স্টাইলিস্ট অনুরাধা খুরানাকে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন অঙ্কিতা। লাল শাড়িটি জুড়ে রয়েছে সোনালী নকশা। বাঁধনী প্রিন্টের সাথে ফুলপাতার নক্সা জুড়ে শাড়িটিকে এক অনবদ্য রূপ দিয়েছে আর স্বাভাবিকভাবেই অঙ্কিতার গুণে তাঁকে দেখাচ্ছে দেবী লক্ষ্মীর মত, এমনটাই মত বহু অনুগামীর!

অঙ্কিতার সাজে ট্র্যাডিশনালের সাথে আধুনিকতার মিলনে তৈরি হয়েছে এক অপরূপ মিশ্রণ। শাড়ির একেবারে নীচ থেকে আঁচলের বর্ডার পর্যন্ত গোটাপাতার কাজ শাড়িটিকে এক অনবদ্য রূপ দান করেছে। অন্যদিকে শাড়ির সাথে মিলিয়ে সিল্কের নেকলাইন ও হাতাকাটা ব্লাউজে অন্যরকম লাগছে অঙ্কিতাকে। ভারী গয়নার বদলে হালকা লাল রঙের গয়না এবং ঠোঁটে ন্যুড লিপস্টিকের সহযোগে অঙ্কিতাকে দেখাচ্ছে অনন্য। চুলে হালকা কোঁকড়ানো পনি এবং চিবুকে অল্প হাইলাইটারের মেকআপে ইনস্টাগ্রামের সকল আকর্ষণ যেন কেড়ে নিয়েছে অঙ্কিতা!

ইনস্টাগ্রামে ইতিমধ্যেই লাইকের সংখ্যা বাড়ছে দুর্দম গতিতে! ‘সুন্দরী’, ‘অপ্সরা’-এর মত কমেন্ট করছেন ধারাবাহিকের অভিনেতা থেকে সাধারণ নেটিজেনরা। একজন তো আবার অঙ্কিতাকে দেখে লিখেছেন, “চাঁদ যেন পৃথিবীতে নেমে এসেছে!” ফলে ইন্সটার বলি-ফ্যানেরা যে মজেছে অঙ্কিতাতে, তা নিয়ে আর সন্দেহ নেই বললেই চলে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥