সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর অনেকটাই বদলেছে বলিউডের চালচিত্র। রোজোই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। অভিনেতার মৃত্যুর পর থেকেই তার প্রেমিকা রিয়ার উপর দিয়ে কার্যত ঝড় বয়ে গেছে। মাদক মামলায় ইতিমধ্যেই জেলের ভাত-ও খেতে হয়েছে অভিনেত্রীকে। জেল থেকে বেরোনোর পর অনেকেই পড়েছেন রিয়ার নিশানায়।
সেইমতো গত ৭ই সেপ্টেম্বর সুশান্তের দিদিদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রিয়া চক্রবর্তী। তার দাবি, মৃত্যুর আগে সুশান্তকে ভুয়ো প্রেসকিপশনের ভিত্তিতে মানসিক রোগের ওষুধ দিতেন অভিনেতার দিদি প্রিয়াঙ্কা, মিতু এবং রাম মনোহর লোহিয়া নামে হাসপাতালের এক চিকিৎসক।
প্রথমে রিয়া চক্রবর্তীর এই অভিযোগকে নিছকই জল্পনা বলে উড়িয়ে দেয় সিবিআই (CBI)। সিবিআইয়ের বক্তব্য ছিল এহেন জল্পনার ভিত্তিতে এফআইআর (FIR) নেওয়া সম্ভব নয়। তাই প্রথমে বোম্বে হাইকোর্টে করা রিয়ার এফআইআর নিতে চায়নি সিবিআই।
কিন্তু এবার এইব্যাপারে তদন্ত শুরু হওয়া দরকারি বলেই মনে করছে মুম্বই পুলিশ। এদিন আদালতে সেটাই জানানো হয় মুম্বই পুলিশের তরফে। মুম্বই পুলিশ আদালতে জানায়, ভুয়ো প্রেসকিপশনের ভিত্তিতে সুশান্তকে ক্রমাগত মানসিক অসুখের ওষুধ দিয়ে যাওয়ার কারণেও আত্মহত্যা করতে পারে সুশান্ত। এই তথ্যটি অপরাধ হিসেবে গন্য করে দ্রুত তদন্ত শুরু করতে চায় মুম্বই পুলিশ।
রিয়ার দাবি, সুশান্ত ও তার দিদির ৮ই জুনের হোয়াটস্যাপ চ্যাটে স্পষ্ট তার দিদি প্রিয়াঙ্কা তাকে অবসাদ উৎকন্ঠার ওষুধ খাওয়ার কথা বলছেন। অথচ তার মানসিক অবসাদের কথা নাকি জানতই না তার পরিবার। এরপত ১৪ই জুন মৃত্যু হয় সুশান্তের।