• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্তের ‘ব্রহ্মাস্ত্র’ই বলিউডকে ধ্বংস করার জন্য যথেষ্ট! বলিউডকে একহাত নিলেন অভিনেতার দিদি

বলিউডের অন্যতম ভার্সেটাইল অভিনেতাদের মধ্যে একজন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) প্রয়াত হয়েছেন দেখতে দেখতে ২ বছর হয়ে গিয়েছে। ‘কাই পো চে’ থেকে শুরু করে ‘এম এস ধোনি’- একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করা এই তারকাকে এখনও সুশান্তের অনুরাগীরা কিন্তু ভোলেননি। মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি, ভিডিও শেয়ার করে থাকেন। এভাবেই অনুরাগীদের ভালোবাসায় বেঁচে রয়েছেন সুশান্ত।

তবে অভিনেতার মৃত্যুর ২ বছর পার হয়ে গেলেও কিন্তু তাঁর ‘মৃত্যুরহস্য’ এখনও ভেদ হয়নি। অভিনেতার  পরিবার এবং তাঁর অনুরাগীরা মানতে নারাজ যে তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। সম্প্রতি সুশান্তের দিদি মীতু সিং (Meetu Singh) বলিউডকে একহাত নিয়ে একটি পোস্ট করার পর ফের মাথাচাড়া দিয়েছে সেই বিতর্ক।

   

Sushant Singh Rajput's sisters

এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে রণবীর কাপুর, আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। এবার সেই ‘ব্রহ্মাস্ত্র’ দিয়েই বলিউডকে বিদ্ধ করলেন প্রয়াত অভিনেতার দিদি মীতু সিং। তাঁর পোস্ট দেখে ফের ‘সুশান্ত মৃত্যু’ নিয়ে চর্চা শুরু হয়েছে নেটপাড়ায়।

সুশান্তের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে মীতু লিখেছেন, ‘সুশান্তের ব্রহ্মাস্ত্র এই বলিউডকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। বলিউড সব সময় দর্শকদের ওপর কর্তৃত্ব করতে চেয়েছে। কখনওই সম্মান দেয়নি কিংবা মনুষ্যত্বের পরিচয় দেয়নি। এমন ধরণের মানুষ কীভাবে দেশের মুখ হতে পারেন, যে দেশ নৈতিকভাবে এতটা সমৃদ্ধ? জনতার মন জেতার জন্য ওঁদের সব ভণ্ড প্রচেষ্টা বিফলে যাচ্ছে। গুণ এবং নীতিবোধ দিয়েই শুধুমাত্র সম্মান এবং ভালোবাসা জেতা যায়’।

 

View this post on Instagram

 

A post shared by Meetu Singh (@divinemitz)

মীতুর এই পোস্টে নেটিজেনদের অনেকেই তাঁর সমর্থনে মুখ খুলেছেন। একজন যেমন লিখেছেন, ‘খুবই সত্যি কথা’। আর একজন আবার লিখেছেন, ‘সুশান্ত সিং রাজপুত তুমি এই বিশ্বে রাজত্ব করছে। #অবিনশ্বর সুশান্ত। বলিউড ধসে গিয়েছে’। তবে নেটিজেনদের একাংশ আবার মীতুকেও হিংসা ছড়ানোর অভিযোগে একহাত নিয়েছেন।

Sushant Singh Rajput

একজন সুশান্তের দিদিকে একহাত নিয়ে লিখেছেন, ‘একজন মানুষ যিনি আর নেই তাঁর নামে নেতিবাচকতা ছড়ানো বন্ধ করুন। উনি সবসময় খুব ইতিবাচক ছিলেন এবং উনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন সেই ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নেতিবাচকতা কখনওই চাইতেন না। আমরা সবাই জানি অন্যায় হয়েছে। তবে নেতিবাচকতা ছড়িয়ে কিছু হবে না’।

২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় সুশান্তের ফ্ল্যাট থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তাঁর মৃত্যু নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল। সারা দেশে ঝড় উঠেছিল অভিনেতার মৃত্যুর পর। তবে সুশান্ত মৃত্যুর ২ বছর হয়ে গেলেও এখনও জানা যায়নি তিনি আত্মহত্যা করেছিলেন নাকি খুন হয়েছিলেন।