• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ধোনির বায়োপিকে সবচেয়ে কম পারিশ্রমিক সুশান্তের, ২২ গুন বেশি টাকা নিয়েছিলেন ধোনি নিজেই

Dhoni,ms dhoni,MS dhoni : The untold story,biopic,ধোনি,এম এস ধোনি,সুশান্ত সিং রাজপুত,বায়োপিক

২০২০ সালের ১৪ ই জুন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেতার বান্দ্রার ফ্ল্যাট থেকে। তারপর কেটে গিয়েছে গোটা একটা বছর। এখনও বিচার পাননি সুশান্ত। এখনো সেই শোকের ক্ষত দগদগে। এখনো চলছে তদন্ত। এর মধ্যেই উঠে এলো আরও এক তথ্য। যেন চিরকালই অবহেলিত হয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) বায়োপিকে
অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। এই ছবিতে অভিনেতার নিখুঁত এবং অসাধারণ অভিনয়
করে সকলকে নিজের জাত চিনিয়েছিলেন সুশান্ত।

Dhoni,ms dhoni,MS dhoni : The untold story,biopic,ধোনি,এম এস ধোনি,সুশান্ত সিং রাজপুত,বায়োপিক

এটাই তার স্বল্প সময়ের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন। ২০১৬ তে মুক্তি পেয়েছিল সুশান্তের এই ছবি। কিন্তু জানা যায় এই ছবির জন‍্য সুশান্তের থেকেও বেশি পারিশ্রমিক নিয়েছিলেন ধোনি নিজে।

Dhoni,ms dhoni,MS dhoni : The untold story,biopic,ধোনি,এম এস ধোনি,সুশান্ত সিং রাজপুত,বায়োপিক

সূত্রের খবর, নিজের বায়োপিকের অনুমতি দিয়ে ৪৫ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন ধোনি। অপরদিকে এত সুন্দর একটি অভিনয়ের পরেও সুশান্তের কপালে জুটেছিল মোটে ২ কোটি। সুশান্তের থেকে প্রায় ২২ গুন বেশি টাকা নিয়েছিলেন ধোনি। এমনকি, এমনকি ধোনির বিজনেস ম‍্যানেজার অরুণ পাণ্ডে যিনি কিনা এই ছবির একজন সহ প্রযোজকও ছিলেন তিনিও সুশান্তের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন, ৫ কোটি টাকা।

Dhoni,ms dhoni,MS dhoni : The untold story,biopic,ধোনি,এম এস ধোনি,সুশান্ত সিং রাজপুত,বায়োপিক

এই ছবি সুশান্তের সেরা গুলির মধ্যে একটি। ছবিতে সুশান্তের পাশাপাশি অভিনয় করেছিলেন দিশা পাটানি এবং কিয়ারা আডভানি৷ ছবির প্রযোজনা করেছিলেন নীরজ পাণ্ডে।গত বছর ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল‍্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ। অভিনেতার আকস্মিক মৃত‍্যুতে তোলপাড় হয়েছিল দেশ‌। গত কালকেই ছিল অভিনেতার মৃত্যু দিন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥