প্রায় বছর খানেক হতে চলল অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) আমাদের মধ্যে নেই। কিন্তু তিনি চলে গেলেও তার সৃষ্টি, স্মৃতি, বাণী আজও মানুষের মনে সতেজ। তার অনুগামীরা আজও তার বিচারের দাবিতে সরব। তাকে নিয়ে এখনো সোশ্যাল মিডিয়ায় চলে লেখালিখি, শেয়ার করা হয় তার অভিনীত বিভিন্ন সিনেমার অংশ।
এবার সুশান্ত অনুগামীদের আরও খুশি করে দিল আরও একটি ঘটনা। সম্প্রতি দেখা গিয়েছে, কোনো একটি বাংলা স্কুল পাঠ্য (Text book) বইতে স্থান পেয়েছে সুশান্ত সিং রাজপুতের ছবি। যেই ছবিটি সুশান্ত এবং তার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে (Ankita lokhabde) অভিনীত পবিত্র রিস্তা (Pavitra Rista) ধারাবাহিক থেকে নেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, যে ছবিটি শিশুদের কাছে পারিবারিক মূল্যবোধ জানাতে ব্যবহৃত হয়েছিল। বইয়ে এই ছবির মাধ্যমে সুশান্তকে একজন পিতা হিসাবে চিহ্নিত করা হয়েছে। সুশান্তের বন্ধু স্মিতা পরীখ ছবিটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন।
ছবিটি শেয়ার করে স্মিতা লিখেছিলেন, ‘পরিবার ও বাবার চিত্র বোঝাতে একটি প্রাথমিক বাংলা বই আমাদের প্রিয় সুশান্তের একটি ছবি প্রকাশ করেছে।’ আমি গর্বিত এই দেখে যে আমাদের শিক্ষা বোর্ডও তাকে সেরা বিবেচনা করে।
প্রসঙ্গত, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতকে তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রায় দেড় মাস পরে তাঁর বাবা কে কে সিং পাটনায় রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে এফআইআর করেছিলেন। তার বাবা সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে পুত্রকে আত্মহত্যা করার জন্য প্ররোচিত করার এবং তার অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের অভিযোগ করেছিলেন। যার পরে এই মামলার তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল। এই মামলার তদন্ত এখনও চলছে।