২০২০ সালের ১৪ ই জুন সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেতার বান্দ্রার ফ্ল্যাট থেকে। তারপর কেটে গিয়েছে গোটা একটা বছর। মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট, জোগার্স পার্ক, মন্ট ব্লাঙ্ক অ্যাপার্টমেন্টগুলির ৬ নম্বর ফ্লোরে নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন অভিনেতা। স্বপ্নের মতো করে সাজানো তার সেই ফ্ল্যাট এখন খাঁ খাঁ করছে।
সমুদ্রর পারে অবস্থিত এই ডুপ্লেক্স ফ্ল্যাটে রয়েছে তিনটি বিশাল বিশাল বেডরুম এবং একটি বিরাট হলঘর। জানা যাচ্ছে, সুশান্তের এই ফ্ল্যাট এবার ভাড়া পাওয়া যাবে। আপনি চাইলেই থাকতে পারেন অভিনেতার সেই স্বপ্নপূরীতে।
সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে এই ফ্ল্যাটের দালাল জানান, “সুশান্তের ফ্ল্যাটটি ভাড়া দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে, কিন্তু এখনো ভাড়াটে পাওয়া যাচ্ছেনা। ” তিনি আরও জানান, সুশান্ত ডিসেম্বর ২০১৯ থেকে এই ফ্ল্যাটটি লিজ নিয়েছিলেন। তার এগ্রিমেন্ট ছিল ৪.৫ লাখ টাকা প্রতি মাস ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। এই ফ্ল্যাটে তার সঙ্গে থাকতেন তার প্রেমিকা রিয়া চক্রবর্তী, এবং তার রুমমেট সৌভিক।’
এই ফ্ল্যাটটি এখন ৪ লাখ টাকায় ভাড়া দেওয়া হবে বলেই জানিয়েছেন ব্রোকার। ভিউপয়েন্টে সমুদ্র, এবং মুম্বই নগরীর মাঝে অবস্থিত হওয়ায় কাজের জন্যেও এটি আদর্শ জায়গা। মহামারী না থাকলে এতদিনে এই ফ্ল্যাটের ভাড়াটিয়া পেয়েও যেতেন তারা, এমনটাই জানিয়েছেন ওই ব্রোকার।