• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নিজেকে শেষ করেননি সুশান্ত, ওঁকে খুন করা হয়েছে! দু’বছর পর আসল সত্যি ফাঁস করল ময়নাতদন্তকারী

Published on:

Sushant Singh Rajput was murdered says doctor who did post mortem after 2 years

দেখতে দেখতে দু’বছর হয়ে গেল বলিউডের নামী অভিনেতা (Bollywood actor) সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) প্রয়াত হয়েছেন। করোনা আবহে ১৪ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। কিন্তু তা সত্ত্বেও তাঁর মৃত্যু ঘিরে এখনও ধোঁয়াশা কাটেনি। সুশান্ত সত্যিই আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে এই রহস্য এখনও রয়েই গিয়েছে। এবার এই বিষয়েই এক বিস্ফোরক সত্যি সামনে আনলেন অভিনেতার ময়নাতদন্তকারী।

সুশান্তের মৃত্যুর পর থেকেই তা নিয়ে দানা বেঁধেছিল একাধিক রহস্য়। তাঁকে হত্যা করা হয়েছে নাকি তিনি আত্মঘাতী হয়েছেন, এই প্রশ্ন তো রয়েছেই। সেই সঙ্গেই তিনি আত্মহত্যা করলেও কারণ কী তা নিয়েও জেগেছিল প্রশ্ন। এবার অবশ্য অভিনেতার ময়নাতদন্তকারী সংবাদমাধ্যমকে সাফ সাফ জানিয়ে দিলেন, অভিনেতা আত্মঘাতী হননি, বরং তাঁকে খুন করা হয়েছিল।

Sushant Singh Rajput

‘দিল বেচারা’ অভিনেতার ময়নাতদন্তের সময় উপস্থিত এক ব্যক্তি জানান, সুশান্তকে হত্যা করা হয়েছিল এবং মৃতদেহ দেখেই সেকথা টের পেয়েছিলেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তির নাম রূপকুমার শাহ। সুশান্তের দেহের ময়নাতদন্ত করার সময় যুক্ত ছিলেন তিনি। রূপকুমার ঠিক কী বলেছেন?

সুশান্তের ময়নাতদন্তের সঙ্গে যুক্ত ব্যক্তি বলেন, ‘ময়নাতদন্তের জন্য সেদিন পাঁচটি মৃতদেহ আনা হয়েছিল। আমরা জানতে পেরেছিলেন, এর মধ্যে একটি দেহ নামী কারোর। ময়নাতদন্ত করতে গিয়ে জানতে পারি সেই দেহ সুশান্তের’।

Sushant Singh Rajput

রূপকুমারের সংযোজন, ‘ওঁর সারা শরীরে বেশ কিছু চিহ্ন ছিল। গলা এবং ঘাড়ের কাছেও তিনটি দাগ ছিল। মৃতদেহের ময়নাতদন্তের ভিডিও রেকর্ড করার কথা ছিল, কিন্তু উচ্চপদস্থ ব্যক্তিরা জানান শুধুমাত্র ছবি তুললেই হবে। আমরা সেইভাবেই কাজ করেছিলাম’।

সবশেষে রূপকুমার বলেন, ‘সুশান্তের মৃতদেহ প্রথম দেখার পরই আমার মনে হয়েছিল এটি আত্মহত্যা নয়, বরং তাঁকে খুন করা হয়েছে। আমার উচ্চপদস্থকেও সেকথা জানিয়েছিলাম। এরপর আমার ঊর্ধ্বতন আমায় বলেন, দ্রুত কাজ সেরে ছবি তুলে মৃতদেহ পুলিশকে দিয়ে দিতে। আর সেই কারণে স্রেফ রাতেই আমরা ময়নাতদন্ত করতে পেরেছিলাম’।

Sushant Singh Rajput flat

২০২০ সালের ১৪ জুন সুশান্ত প্রয়াত হন। দেখতে দেখতে দু’বছর কেটে গেলেও তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। রিপোর্টে আত্মহত্যা দাবি করা হলেও অভিনেতার পরিবারের তরফ থেকে সেই দাবি মানেনি। রিয়া চক্রবর্তী এবং মহারাষ্ট্রের প্রভাবশালী বেশ কিছু ব্যক্তির দিকে আঙুল তুলেছেন তাঁরা। এবার অভিনেতার ময়নাতদন্তের সঙ্গে যুক্ত রূপকুমারের শাহের বয়ান যে এই বিষয়ে নতুন মাত্রা যোগ করল তা নিয়ে কোনও সন্দেহ নেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥