জন্ম আর মৃত্যু (Death) এমন দুই বিষয় যার ওপর কোনও মানুষের কোনও নিয়ন্ত্রণ থাকে না। বলিউড (Bollywood) তারকা হোক বা সাধারণ মানুষ- কেউই জন্ম-মৃত্যু নিয়ন্ত্রণ করতে পারে না। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেমন বহু তারকা রয়েছেন যারা নিজের শেষ ছবিটাও দেখে যেতে পারেননি। শেষ সিনেমা (Last Movie) রিলিজের আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বলিউডের বহু সেলেব। সেই ছবিগুলি দেখতে বসে চোখ ছলছল করে উঠেছিল অনুরাগীদের। আজকের প্রতিবেদনে বি টাউনের এমন ৮ তারকার নাম তুলে ধরা হল।
সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)- ২০২০ সালের ১৪ জুন প্রয়াত হয়েছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। মাত্র ৩৪ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন অভিনেতা। সুশান্তের মৃত্যুর পর রিলিজ করেছিল তাঁর শেষ ছবি ‘দিল বেচারা’।
সতীশ কৌশিক (Satish Kaushik)- হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকা প্রয়াত হন বলিউডের নামী অভিনেতা সতীশ কৌশিক। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর ভেঙে পড়েছিলেন বি টাউনের বহু সেলেব। সতীশ নিজের শেষ ছবি ‘পপ কৌন’ও দেখে যেতে পারেননি।
ইরফান খান (Irrfan Khan)- বলিউডের নামী অভিনেতা ইরফান খানের নামও এই তালিকায় রয়েছে। ইরফানের শেষ ছবি ‘দ্য সং অফ স্করপিয়ন্স’ সম্প্রতি রিলিজ করেছে।
রাজেশ খান্না (Rajesh Khanna)- অনেকেই বলেন, বলিউডের প্রথম সুপারস্টার হলেন রাজেশ খান্না। তাঁকে ঘিরে যে ক্রেজ দেখা যেত, তা আর কাউকে ঘিরে দেখা যেত না। তবে রাজেশও নিজের শেষ ছবি দেখে যেতে পারেননি। অভিনেতার মৃত্যুর ২ বছর পর রিলিজ করেছিল তাঁর শেষ ছবি ‘সিয়াসত’।
মধুবালা (Madhubala)- বলিউড অভিনেত্রী মধুবালাও নিজের শেষ ছবি দেখে যেতে পারেননি। খুব কম বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন এই প্রতিভাময়ী অভিনেত্রী। মধুবালার মৃত্যুর পর রিলিজ করেছিল তাঁর শেষ সিনেমা ‘জ্বালা’।
দিব্যা ভারতী- (Divya Bharti)- বলি সুন্দরী দিব্যা ভারতীর মৃত্যুর পর কেটে গিয়েছে বহু বছর, তবুও তাঁর মৃত্যু রহস্যের ধোঁয়াশা এখনও কাটেনি। কেরিয়ারের শীর্ষে থাকাকালীন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন দিব্যা ভারতী। মৃত্যুর পর রিলিজ করেছিলেন তাঁর ৫টি সিনেমা।
ঋষি কাপুর (Rishi Kapoor)- বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের নামও তালিকায় রয়েছে। ঋষিও নিজের শেষ ছবি দেখে যেতে পারেননি। অভিনেতার মৃত্যুর পর রিলিজ করেছিল তাঁর শেষ সিনেমা ‘শর্মাজি নমকিন’।
শ্রীদেবী (Sridevi)- হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম মহিলা সুপারস্টার বলা হয় শ্রীদেবীকে। নায়িকা হিসেবে দশকের পর দশক ধরে বলিউডে রাজত্ব করেছিলেন তিনি। বিয়ের পর ইন্ডাস্ট্রি থেকে দূরত্ব তৈরি করে নিয়েছিলেন শ্রীদেবী।
এরপর ‘ইংলিশ ভিংলিশ’র হাত ধরে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেন শ্রীদেবী। আস্তে আস্তে ফের নিজের পুরনো জায়গা দখল করতে শুরু করেছিলেন তিনি। কিন্তু এর মাঝেই হয় ছন্দপতন। বাথটবে ডুবে মৃত্যু হয় নায়িকার। শ্রীদেবীর মৃত্যুর পর রিলিজ করেছিল তাঁর শেষ সিনেমা ‘জিরো’। শাহরুখের এই ছবিতে ক্যামিও রোলে অভিনয় করেছিলেন তিনি।