• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সারার সাথে নাচছেন, শ্রদ্ধার সাথে র‍্যাম্পে হাঁটছেন! সুশান্ত নেই, কেবল পড়ে রয়েছে কিছু থ্রোব্যাক ভিডিও

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) আমাদের মধ্যে নেই প্রায় এক বছরের বেশি সময় হয়ে গেল। ২০২০, ১৪ ই জুন একদিকে করোনার দাপটে জেরবার সারা দেশ, তার মাঝেই দুপুর বেলা খবর এলো চনমনে মেজাজের, দুচোখে হাজারো স্বপ্ন যাপন করা, হাসিখুশি ছেলেটা আর নেই। অভিনেতার বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। আত্মহত্যা নাকি খুন? সেই নিয়েই বলিউডের অন্দরে শুরু হয় তরজা।

একেরপর এক তদন্তে উঠে আসে বলিউডের তাবড় তাবড় রাঘববোয়ালদের নাম। বলিউডের নেপোটিজম, ড্রাগ চক্র সবকিছুই উন্মুক্ত হয়ে যায় জনসাধারণের সামনে। ক্ষোভে ফেটে পড়েন সুশান্ত অনুরাগীরা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাখে লাখে তৈরি সুশান্তের বিচার চেয়ে পেজ। #justiceforsushant #Justiceforssr -এর মত হ্যাশট্যাগ টুইটারে ট্রেন্ডিং ও হয়। কিন্তু তারপর?

   

সুশান্ত সিং রাজপুত,সারা আলি খান,শ্রদ্ধা কাপুর,বলিউড,থ্রোব্যাক ভিডিও,Sushant Singh Rajput,Sara ali khan,Shraddha Kapoor,throwback video

একবছর যেতে না যেতেই মানুষের মন থেকে আবছা হয়ে এসেছে সুশান্ত। আদৌ অভিনেতা বিচার পেল কিনা সেই নিয়ে অতটা ভাবিত নয় কেউই। এখন তার স্মৃতি বলতে পড়ে রয়েছে, কিছু ছবি, ভিডিও আর তার কিছু সিনেমা। সম্প্রতি এমনই দুটি ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

সুশান্ত সিং রাজপুত,সারা আলি খান,শ্রদ্ধা কাপুর,বলিউড,থ্রোব্যাক ভিডিও,Sushant Singh Rajput,Sara ali khan,Shraddha Kapoor,throwback video

একটিতে দেখা যাচ্ছে, বলিউডের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার পোশাক পরে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে র‍্যাম্পে হাঁটছেন সুশান্ত। ভিডিওতে সুশান্তের মুখে লেগে থাকা এক গাল হাসি দেখলেই আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য। সুশান্ত এবং শ্রদ্ধা ‘ছিছোঁড়ে’ ছবিতে জুটি বেঁধেছিলেন৷ এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল হয়েছে।

অন্যদিকে সইফ কন্যা সারা আলি খান (Sara Ali khan) বলিউডে ডেবিউ করেন সুশান্তের বিপরীতে কেদারনাথ ছবির মাধ্যমে। শোনা যায় পেশাগত সম্পর্কের বাইরেও তাদের একটি সম্পর্ক ছিল। এবার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, সারার সঙ্গে কেদারনাথ ছবির বিখ্যাত গান ‘সুইটহার্টে’ প্রাণখুলে নাচছেন সুশান্ত। তিন বছর আগের এই ভিডিও হঠাৎই তুমুল ভাইরাল হয়ে পড়েছে নেটমাধ্যমে।

https://youtu.be/aRPMF-00xKg