• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্তের মৃত্যুর আড়াই বছর পরেও ফাঁকা ফ্ল্যাট, ভাড়াটে না পাওয়া নিয়ে মুখ খুললেন বাড়িওয়ালা

Published on:

Bollywood actor Sushant Singh Rajput’s flat fails to find tenants after 2.5 years of his death

১৪ জুন ২০২০, বলিউড অভিনেতা (Bollywood actor) সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অনুরাগীদের মনে চিরকাল এই দিনটি গেঁথে থাকবে। এই দিনেই মুম্বইয়ের বান্দ্রা এলাকায় অভিনেতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তাঁর দেহ। এরপর থেকে সময় এগোলেও সুশান্তের ‘মৃত্যু রহসের জট’ খোলনি। আত্মহত্যা নাকি খুন- এই নিয়ে চর্চা এখনও শোনা যায়।

গুঞ্জন, চর্চার মধ্যেই দেখতে দেখতে সুশান্তের মৃত্যুর পর আড়াই বছর কেটে গিয়েছে। তবে এখনও অভিনেতার ফ্ল্যাট (Sushant Singh Rajput flat) ফাঁকাই পড়ে রয়েছে। সম্প্রতি একজন রিয়েল এস্টেট দালাল নিজের সোশ্যাল মিডিয়ায় অভিনেতার সুনশান ফ্ল্যাটের ভিডিও শেয়ার করে জানিয়েছেন, এটি ভাড়া দেওয়া হবে।

Sushant Singh Rajput flat

সংশ্লিষ্ট ব্যক্তিই জানিয়েছেন, সুশান্ত যে ফ্ল্যাটে থাকতেন তার মালিক বিদেশে থাকেন এবং তিনি নিজের ফ্ল্যাট আর কোনও বলিউড তারকাকে ভাড়া দিতে চান না। সুশান্তের মৃত্যুর পর যেভাবে চর্চার কেন্দ্রে চলে এসেছিল তাঁর ফ্ল্যাট- সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

তবে সুশান্তের মৃত্যুর পর কেন কেউ এই ফ্ল্যাট কিনতে চাইছেন না? সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে এই নিয়ে মুখ খুলেছিলেন রফিক মার্চেন্ট নামে সংশ্লিষ্ট দালাল। তিনি বলেন, ‘লোকে এই ফ্ল্যাটে আসতে ভয় পায়। যখন ভাড়াটিয়ারা জানতে পারেন এখানেই ওনার (সুশান্ত) মৃত্যু হয়েছিল, তাঁরা ঢুকতেও চান না। তবে এখন ওনার মৃত্যুর খবর একটু পুরনো হওয়ায় লোকে অন্তত আসছে’।

Sushant Singh Rajput flat

সুশান্তের সি-ফেসিং ৪বিএইচকে ডুপ্লেক্সে থাকতে গেলে মাসিক ৫ লাখ টাকা ভাড়া দিতে হবে। রফিক জানিয়েছেন, এত বেশি ভাড়ার কারণেও অনেকে এখানে আসতে চাইছেন না। ভাড়াটিয়ারা একই টাকায় অন্য কোনও ফ্ল্যাট নিয়ে নিচ্ছেন যার সঙ্গে কোনও বিতর্ক জড়িয়ে নেই। অপরদিকে এত কিছুর পরেও ফ্ল্যাটের মালিক কিছুতেই ভাড়া কমাতে রাজি নন। সেই সঙ্গে মালিক এও জানিয়েছেন, সুশান্তের ঘটনার পর এই ফ্ল্যাট কোনও কর্পোরেট ব্যক্তিকেই ভাড়া দেবেন তিনি।

জানা গিয়েছে, ২০১৯ সালে ডিসেম্বর মাস থেকে সুশান্ত এই সি-ফেসিং ডুপ্লেক্সটি ভাড়া নিয়েছিলেন। মাসিক ভাড়া ছিল ৪.৫ লাখ টাকা। এখানে রুমমেটদের সঙ্গে থাকতেন অভিনেতা। সুশান্তের গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী কোভিড-১৯ লকডাউনের সময় তাঁর সঙ্গে এখানেই ছিলেন। তবে ২০২০ সালের ১৪ জুন অভিনেতার মৃত্যুর পর থেকে ফাঁকাই পড়ে রয়েছে এই ফ্ল্যাটটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥