• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্ত সিং রাজপুত এখন অতীত! ২০২১-এই মুক্তি পাচ্ছে রিয়া চক্রবর্তীর নতুন ছবি

Published on:

Rhea chakraborty রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুত sushant singh rajput

একেই করোনার জন্য বন্ধ ছিল বলিপাড়ার সমস্ত কাজকর্ম। তার উপর সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)-র মৃত্যু রহস্যের জালে জড়িয়ে নাকানিচোবানি খেয়েছেন তাবড় তাবড় বলিসেলেবরা। সে তালিকায় রয়েছে পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রী, প্রত্যেকেই। যদিও এক্ষেত্রে সবচেয়ে দুর্দশার শিকার হয়েছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), এমনটাই মত বলিপাড়ার বোদ্ধাদের।

সম্প্রতি রুপোলি পর্দায় রিয়ার পুনরাগমনের ইঙ্গিত পাওয়া গিয়েছে বলি-সূত্রেই। পরিচালক রুমি জেফ্রি (Rumi Jaffrey) একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “২০২০ সকলের জন্যই খুবই খারাপ ছিল। তবে রিয়ার মত একজন প্রতিভাবান অভিনেত্রীকে যেভাবে জেলে কাটাতে হল, তা ওঁর জন্য খুবই হতাশাজনক।” তাঁর মতে, “রিয়া আবার ফিরবে এবং এইবারে ও নিশ্চয়ই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলবে। তবে এখন ওর অবস্থা যথেষ্ট সংবেদনশীল।”

রিয়ার রুপোলি পর্দায় ফেরার খবরের মাঝেই উঠে এসেছে অভিনেত্রীর আইনজীবীর বক্তব্য। রিয়া জেল থেকে ছাড়া পাওয়ার পরই তাঁর আইনজীবী জানিয়েছেন, “যাঁরা যাঁরা রিয়ার কর্মজীবন ধ্বংস করার ষড়যন্ত্র চালিয়েছেন, তাঁদের প্রত্যেককে এর ফল ভোগ করতে হবে। ইতিমধ্যেই বম্বের উচ্চ আদালতে মিডিয়া ট্রায়াল-এর বিষয়ে মামলা রুজু করা হয়েছে। আশা করি রিয়ার এহেন ক্ষতির জন্য শাস্তি পাবে অপরাধীরা।” যদিও এখনও নেটিজেনরা রিয়ার বিষয়ে নেতিবাচক মন্তব্য করেই চলেছেন বলে জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়া সূত্রে।

রিয়ার আইনজীবী সংবাদমাধ্যমের সামনে জানান, “ড্রাগ পাচার করার অপরাধে দন্ডিত করার জন্য একজনকে যতটা ড্রাগ বহন করতে হয়, বিচারপতির মতে রিয়ার কাছ থেকে পাওয়া ড্রাগের পরিমাণ তার থেকে অনেকটাই কম। সঠিক বিচারের জন্য আমি বিচারপতিকে অশেষ ধন্যবাদ জানাতে চাই।” নাম না করেই খ্যাতনামা সাংবাদিক অর্ণব গোস্বামীর দিকে আঙ্গুল তোলেন ওই আইনজীবী। তাঁর বক্তব্য, “এক সংবাদদাতা আমার মাইনে, আমার অফিস ও আমার সম্পত্তির বিষয়ে কাটাছেঁড়া করছিলেন। রিয়ার দিকেও প্রমাণ ছাড়াই অভিযোগ তোলেন উনি। ওনারও বিচার হবে।” নেটিজেনদের একাংশের মতে, সুশান্তের মতো রিয়ার পরিবারও একইরকম ধকল সয়েছে, সেক্ষেত্রে বিচারের পরিভাষা দু’জনের জন্য কিভাবে আলাদা হয়! যদিও এ প্রশ্নের উত্তর এখনও অজানা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥