বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) নামটা বর্তমানে প্রতিটা ভারতীয়ের কাছে পরিচিত। একসময় দুর্দান্ত অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকে মন জিতলেও সভাৰ জনপ্রিতা বা যোগ্য সন্মান কোনোটাই পাননি অভিনেতা। তবে ২০২০ সালের ১৪ই জুন যখন হটাৎ করেন অভিনেতার মৃত্যুর খবর আসে তখন চমকে গিয়েছিল গোটা দেশ। তবে মৃত্যুর পর সম্মানের অভাব হয়নি। সম্প্রতি জানা যাচ্ছে এবার দেশের বাইরে ১১ হাজার স্ক্রীনে মুক্তি পাবে সুশান্ত অভিনীত ‘ছিঁছোরে (Chhichhore)’ ছবি।
অভিনেতার প্রয়ানের খবর অনেকেই প্রথমে বিশ্বাস করে উঠতে পারেননি। বিশেষত যে অভিনেতা হাজারো সংগ্রামের মধ্যে দিয়েও বেঁচে থাকার লড়াইয়ে জিতে যাবার ছবিতে অভিনয় করেছেন তিনি আত্মহত্যা করতে পারেন এটা মেনে নিতে পারেনি অনেকেই। তবে দীর্ঘদিন ধরে তদন্ত চললেও শেষমেশ অভিনেতা আত্মহত্যা করেছিলেন বলেই জানা গিয়েছে। অভিনেতার মৃত্যুর পর কেটে গিয়েছে ১ বছরেরও বেশি সময়।
ইতিমধ্যেই সুশান্ত অভিনীত শেষ ছবি ‘ছিঁছোরে’ ভারতের জাতীয় পুরস্কার পেয়েছে। তবে সুশান্তের মৃত্যুতে শুধু ভারতীয়রাই নয় গোটা পৃথিবীর সুশান্ত অনুরাগীরা ভেঙে পড়েছিল। এবার ভারত ছাড়িয়ে বিদেশের মাটিতেও হতে চলেছে সুশান্তের শেষ ছবি ‘ছিঁছোরে’ এর স্ক্রিনিং। যেটা সত্যিই অভিনেতার অনুগামীদের জন্য একটা দারুন খবর।
View this post on Instagram
যেমনটা জানা যাচ্ছে প্রতিবেশী রাষ্ট্র চীনে রিলিজ হতে চলেছে ‘ছিঁছোরে’। সেখানে ১১ হাজার সিনেমা হলে দেখানো হবে সিনেমাটি। চীনের মোট ১০০ শহরে দেখানো হবে অভিনেতার শেষ ছবি। ছবিতে সুশান্ত ছাড়াও শ্রদ্ধা কাপুর, তাহির রাজ্ ভাসিন ও প্রতীক বব্বরের মত তারকারাও ছিলেন।
প্রসঙ্গত, সুশান্ত মৃত্যু তদন্তের সাথে বলিউডের নোংরামো উঠে এসেছিল প্রকাশ্যে। একাধিক মাদক ব্যবহারকারী অভিনেতা অভিনেত্রীদের নাম সামনে এসেছিল। সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তিকেই প্রথমদিকে সকলে তাঁর মৃত্যুর জন্য দায়ী মনে করেছিলেন। রিয়া ও তাঁর ভাইকে জেল খাটতে পর্যন্ত হয়েছিল। তবে সে সব এখন অতীত, জেল থেকে ছাড়া পেয়ে আবারো স্বাভাবিক জীবনে ফিরেছেন রিয়া চক্রবর্তী। অন্যদিকে সুশান্তের চলে যাওয়া আত্মহত্যা নাকি খুন সেটা আজও অজানা সকলের কাছে।