বলিউডের (Bollywood) চর্চিত তারকাদের মধ্যে একজন হলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। তাঁকে নিয়ে দর্শকদের মধ্যে গসিপ চলতেই থাকে। কেরিয়ার শুরু হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেলেও অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে এই বাঙালি অভিনেত্রীকে নিয়ে চর্চা বেড়ে গিয়েছে। যদিও প্রাক্তন প্রেমিকের প্রয়াণের পর বলিউডের দরজা রিয়ার জন্য কার্যত বন্ধ হয়ে গিয়েছে।
এমনকি কাজের সন্ধানে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে গিয়েও বিশেষ কিছু লাভ করতে পারেননি রিয়া। প্রায় দু’বছর একটানা বেকার বসে ছিলেন সুশান্ত-প্রেমিকা। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া ট্রোলিং, কটাক্ষ তো লেগেই রয়েছে। তবে এসবকে ভয় পান না রিয়া। দু’বছর বেকার বসে থাকার পর কাজ পেতেই কার্যত গর্জে উঠলেন অভিনেত্রী।
একটানা পর্দা থেকে দূরে থাকার পর অবশেষে শিকে ছিঁড়েছে রিয়ার। তবে বড়পর্দায় নয়, বরং টেলিভিশনের পর্দায় কাজের সুযোগ পেয়েছেন অভিনেত্রী। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘রোডিজ’এর (Roadies) আসন্ন সিজনে প্রিন্স নারুলা, গৌতম গুলাটির সঙ্গে একজন গ্যাং লিডারের (Gang leader) ভূমিকায় দেখা যাবে রিয়াকে।
সম্প্রতি ‘রোডিজ’ সম্প্রচারকারী চ্যানেলের তরফ থেকে রিয়ার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। সেখানে অভিনেত্রীকে বলতে দেখা যাচ্ছে, ‘কি ভেবেছিলেন ফিরব না? আমি ভয় পেয়ে যাব? এবার ভয় পাওয়ার পালা অন্য কারোর। অডিশনে দেখা হচ্ছে’। এরপরই ভিডিওয় একটি বার্তার মাধ্যমে জানানো হয়, রিয়াকে গ্যাং লিডার হিসেবে দেখা যাবে।
২০২০ সালের ১৪ জুন সুশান্ত প্রয়াত হওয়ার পর অনেকেই আঙুল তুলেছিলেন রিয়ার দিকে। সুশান্তের টাকা নয়ছয় করা থেকে শুরু করে অভিনেতাকে মাদক দেওয়ার মতো বহু গুরুতর অভিযোগও আনা হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে। সুশান্তের মৃত্যুর পরেই প্রায় দু’মাস জেলেও কাটিয়েছেন রিয়া। এরপর বেশ কিছুদিন লাইমলাইট থেকে দূরে সরে থাকার পর ফের স্বমহিমায় হাজির তিনি।
View this post on Instagram
নিন্দুকদের মুখে ঝামা ঘষে ফের নিজের স্বাভাবিক জীবনে ফিরছেন সুশান্ত-প্রেমিকা। জানা গিয়েছে, ‘দিল বেচারা’ অভিনেতাকে ভুলে নতুন প্রেমেও পড়েছেন তিনি। সলমন খানের প্রাক্তন বৌদি তথা অভিনেতা সোহেল খানের প্রাক্তন স্ত্রী সীমা সাজদেহর ভাই বান্টি সাজদেহর সঙ্গে রিয়া সম্পর্কে জড়িয়েছেন বলে শোনা গিয়েছিল। যদিও সেই গুঞ্জন প্রসঙ্গে রিয়া কিংবা বান্টি কেউই মুখ খোলেননি।