• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্ত মামলায় নয়া মোড়! অভিনেতার বন্ধুকে ১৪ দিনের জন্য পাঠানো হল জেলে

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর এক বছর হতে চলল। এখনো সেই শোকের ক্ষত দগদগে। এখনো চলছে তদন্ত। এবার সুশান্ত মৃত্যু মামলায় উঠে এলো চাঞ্চল্যকর মোড়, প্রায় এক বছরের মাথায় সুশান্ত ‘খুনে’র মামলায় সিদ্ধার্থ পাঠানিকে পাঠানো হল ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে । এমনটাই জানা যাচ্ছে, একটি জনৈক সংবাদ মাধ্যমের সূত্র মারফত।

চলতি মাসেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) হায়দরাবাদ থেকে গ্রেফতার করেছিল সিদ্ধার্থকে। প্রথম দিকে বারংবার জেরা করা হয়েছিল তাকে, গত বছর সেপ্টেম্বরেও তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। ২৬ তারিখ গ্রেফতারির পরে তাঁকে মুম্বইয়ে নিয়ে আসা হয়। ১ লা জুন পর্যন্ত এনসিবি হেফাজত মঞ্জুর হয়েছিল অভিযুক্তর, পরে তা বেড়ে হয় ৪ঠা জুন। এদিন তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে প্রেরণ করা হয়।

   

Sushant Singh Rajput

এনসিবি গত রাতে সুশান্তের দেহরক্ষী সাগর সাহিলকে জিজ্ঞাসাবাদ করেছে। জানা গেছে, তাকে কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গভীর রাত অবধি জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। কাল সকালে আবার জিজ্ঞাসাবাদের জন্য সাগরকে ডেকে আনা হয়েছে।

সিদ্ধার্থ পিঠানি,সুশান্ত সিং রাজপুত,সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্য,বিচার বিভাগীয় আদালত,Siddharth pithani,judicial custody,sushant death case,NCB

সুশান্তের বন্ধু সিদ্ধার্থের কথা বলতে গিয়ে তিনি তার ফ্ল্যাটে অভিনেতার সাথে থাকতেন। শুধু তাই নয়, ১৪ ই জুন, সুশান্তের দেহ পাখা থেকে ঝুলন্ত অবস্থায় প্রথম দেখেন সিদ্ধার্থ।প্রসঙ্গত, সিদ্ধার্থ পিঠানির হেফাজত হওয়ার পর থেকে মনে হচ্ছে এই মামলায় আবারও নতুন কিছু উদ্ঘাটন হতে পারে বা আরও অনেক লোকের নাম সামনে আসতে পারে। সূত্রের খবর, এনসিবির সামনে সিদ্ধার্থ কিছু প্রকাশ করেছেন বলে জানা গেছে। মনে করা হচ্ছেল, তিনি এমন কিছু ব্যক্তির নাম সামনে এনেছেন, যাদের শিগগিরই জিজ্ঞাসাবাদ করা যায়।

site