বলিউড (Bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পরে ছয় মাস কেটে গেলেও এখনো কোনোও কিনারা হয়নি। এই মামলার তদন্তভার এখন সামলাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। অবশেষে সুশান্ত মামলার গতিপ্রকৃতি নিয়ে মুখ খুলল CBI, এদিন বিজেপি (BJP) সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীকে একটি চিঠিতে জানানো হয়, ‘সুশান্ত মামলায় এখনো জোরদার তদন্ত চলছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।’
প্রসঙ্গত, ১৪ জুন সুশান্তের বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। ২৫ জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া ও তাঁর পরিবারে বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, প্রয়াতের সঙ্গে আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগ এনে এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কেকে সিং।
সুশান্তের মৃত্যুর পরে বিজেপি শিবির থেকে আত্মহত্যার তত্ত্ব খারিজ করে খুনের তত্ত্ব প্রচার করা হয়। আর এই তদন্তের দায়ভার পড়ে CBI -এর উপর। রাজনৈতিক প্রভুদের খুশি করতে আসরে নেমে সুশান্তের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এইমসের ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে প্রয়াত অভিনেতার অটোপ্সির দ্বিতীয়বার পরীক্ষা করা হয়। কিন্তু এইমস বিশেষজ্ঞরাও মৃত্যুর তত্ত্বেই শিলমোহর দেন।ফলে কিছুটা বিপাকে পড়ে যায় সিবিআই।
অবশেষে CBI একটি দীর্ঘ চিঠিতে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীকে জানায়, সিবিআইয়ের সিনিয়র আধিকারিকরা পেশাদারিভাবেই তদন্ত চালাচ্ছেন। আলিগড়, ফরিদাবাদ, হায়দরাবাদ, মানেসর, মুম্বই ও পটনায় গিয়েও খোঁজখবর নেওয়া হয়েছে। তদন্তে উঠে আসা যাবতীয় তথ্য খুঁটিয়ে দেখা হচ্ছে। কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দেওয়া হচ্ছে না।’