• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুশান্ত মামলায় নয়া মোড়! এবার NCB-র নিশানায় বলিউডের এই নামী পরিচালক, মৃত্যুর আগে ছিল নিয়মিত যোগাযোগ

Published on:

১৪ই জুন হঠাৎই খবরের শিরোনামে উঠে এলো একটা নাম সুশান্ত সিং রাজপুত (Sushant singh rajput)। অভিনেতার বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। তারপর তোলপাড় হয় গোটা বলি-পাড়া। সুশান্তের পরিবারের দাবি অভিনেতা আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে। আর এর রেশ ধরেই শুরু হয় সুশান্ত মৃত্যু তদন্ত।

কিন্তু প্রায় সাড়ে চার মাস কেটে গেলেও অভিনেতার মৃত্যুর কারণ নিয়ে এখনও কোনো সদুত্তর দিতে পারেনি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। তদন্ত চলতে চলতেই উঠে এসেছে বলিউডে নেপোটিজম, মাদকযোগের প্রসঙ্গ। মাদকযোগ তদন্তে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) মাঠে নামতেই একের পর এক নাম উঠে আসে বি-টাউনের তাবড়-তাবড় অভিনেতা-অভিনেত্রীদের। নাম জড়িয়েছে দীপিকা, সারা, শ্রদ্ধা সহ অনেকেরই।তবুও মৃত্যুর রহস্য সমাধানে কিনারা করতে পারেননি কেউই।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ফের সরব নেটিজেন মহলের একাংশ। ইতিমধ্যেই ট্যুইটারে ট্রেন্ডিং হ্যাশট্যা ‘হু কিল্ড সুশান্ত’ (#WhoKilledSushant)। এমতাবস্থায় শোনা যাচ্ছে এবার নাকি ডাক পড়তে পারে এক নামী পরিচালকের। সূত্রের খবর, সুশান্তের সঙ্গে নাকি নিয়মিত যোগাযোগ ছিল ওই পরিচালকের। এমনকি সুশান্তের সুশান্তের ওয়াটার স্টোন রিসর্টেও (Water Stone resort) ছিল তার নিত্য যাতায়াত। জানা যাচ্ছে, সুশান্তের ওই রিসর্টে ২০১৯ সালের নভেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত কারা গিয়েছিলেন তার বিশদ তথ্য ইতিমধ্যেই যোগাড় করে ফেলেছে NCB। চলছে তদন্ত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥