• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেঁচে থাকতে যে স্বপ্ন পূরণ হয়নি মৃত্যুর পর স্বপ্ন পূরণ সুশান্তের! ট্যুইট করে জানালেন দিদি শ্বেতা

Published on:

Sushant Singh Rajput sweta Singh Kirti

সুশান্ত নেই প্রায় ৭ মাস হয়ে গেল। সব ঠিকঠাক থাকলে আজকের দিনে ৩৫ এ পা দিতেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। কিন্তু কেকের উপরের মোমবাতি নেভানোর বদলে আজ তার ছবির সামনে জ্বলছে হাজার হাজার মোমবাতি।

দুচোখ ভরা স্বপ্ন ছিল ছেলেটার। প্লেন চালাতে শেখা,মহাকাশের জটিল ধাঁধার উত্তর খুঁজে বের করে বাচ্চাদের তা জানানো, টেনিস খেলা, বাঁহাতে ক্রিকেট ম্যাচ খেলা এমন আরও ৫০ টা স্বপ্নের কথা নিজেই লিখে গিয়েছিলেন সুশান্ত। কিন্তু সেসব স্বপ্ন পূরণের আগেই চলে গিয়েছেন অভিনেতা।

Sushant Singh Rajput Sweta SIngh Kirti সুশান্ত সিং রাজপুত শ্বেতা সিং কীর্তি

এবার তার জন্মদিনেই অভিনেতার স্বপ্নপূরণের দায়িত্ব নিলেন সুশান্ত অনুরাগীরা। পদার্থবিজ্ঞানের মারপ্যাঁচ ভালবাসতেন সুশান্ত। ভালোবাসতেন অ্যাস্ট্রোফিজিক্স। সবাই যখন মজতেন পার্টিতে তখন টেলেস্কোপে চোখ লাগিয়ে তারা দেখতেন সুশান্ত। এবার তার স্মৃতির উদ্দেশ্যই বার্কলে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-তে তৈরি হল তহবিল। এই তহবিলে আবেদন করতে পারেন স্নাতক স্তরের ছাত্রছাত্রীরা। যাদের ভবিষ্যতে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে তাঁদের পাশেই মূলত দাঁড়াবে এই তহবিল।

 

সুশান্তের জন্মদিনে এই সুখবর শেয়ার করলেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি (Sweta Singh Kirti)। শ্বেতা এই খবর ট্যুইট বার্তায় শেয়ার করে জানান “ভাইয়ের জন্মদিনের তাঁর এত স্বপ্নের একটি পূরণ হল। আজ সুশান্ত ডে।” পাশাপাশি তার ভাইয়ের এই স্বপ্ন পূরণে যারা এগিয়ে এসেছেন তাদেরও ধন্যবাদ জানিয়েছেন সুশান্তের দিদি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥