• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আচমকাই সবাইকে কাঁদিয়ে বিদায়, মৃত্যুবার্ষিকীতে ভাই সুশান্তকে নিয়ে আবেগঘন পোস্ট দিদি শ্বেতার

দেখতে দেখতে তিন বছর হয়ে গেল, তবুও বলিউড (Bollywood) অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু এখনও অনেকে মেনে নিতে পারেননি। ‘দিল বেচারা’ অভিনেতার মৃত্যু নিয়ে যে রহস্য ঘনিয়েছিল তা এখনও সমাধান হয়নি। তিন বছর আগে ঠিক আজকের দিনেই থেমে গিয়েছিল সুশান্তের পথচলা। মাত্র ৩৪ বছর বয়সে এই দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন তিনি।

২০২০ সালের ১৪ জুন দুপুরেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে সুশান্তের মৃত্যুর খবর। জানা যায়, অভিনেতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে তাঁর ঝুলন্ত দেহ। জলজ্যান্ত ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছিলেন সুশান্তের পরিবারের সদস্যরা। আজ অভিনেতার মৃত্যুর তিন বছর (Sushant Singh Rajput Death Anniversary) পরেও সেই শোল পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তাঁরা।

   

Sushant Singh Rajput, Sushant Singh Rajput death anniversary

সুশান্তের মৃত্যুর পর ইন্ডাস্ট্রির একাদংশের দিকে আঙুল তুলেছিলেন অনেকে। অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকেও উঠেছিল অভিযোগের তীর। তবে তা সত্ত্বেও সুশান্তের মৃত্যু রহস্যের জট এখনও খোলেনি। প্রয়াণের তিন বছর পরেও পুরনো স্মৃতির মধ্যেই অভিনেতাকে খুঁজে বেড়াচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা। বুধবার সুশান্তের মৃত্যুবার্ষিকীতে যেমন পুরনো কিছু জিনিস ঘেঁটে অতীতের স্মৃতিচারণ করলেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti)।

প্রত্যেক বছর সুশান্তের জন্মদিন এবং মৃত্যুদিনে তাঁর নানা অজানা দিক অনুরাগীদের সামনে তুলে ধরেন শ্বেতা। চলতি বছরও তার অন্যথা হল না। এই বছর ভাইয়ের সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, দিদিকে নিজের পছন্দের তিন বই পড়ার জন্য বলছেন অভিনেতা।

Sushant Singh Rajput and Shweta Singh Kirti, Sushant Singh Rajput death anniversary

শুধু তাই নয়, দিদির পছন্দের বইয়ের নামও জানতে চান সুশান্ত। এই স্ক্রিনশট ছাড়া সুশান্তের হাতে লেখা একটি নোটবুকের পাতার ছবিও সমাজমাধ্যমে শেয়ার করেছেন শ্বেতা। সেটি পড়লেই বোঝা যায়, পদার্থবিদ্যা, মহাকাশ, রোবোটিক্সের মতো বিষয়গুলি ঠিক কতখানি আকৃষ্ট করতো সুশান্তকে।

ভাইয়ের সঙ্গে জড়িত এই টুকরো টুকরো স্মৃতিগুলি শেয়ার করে শ্বেতা লেখেন, ‘আমি তোমায় খুব ভালোবাসি ভাই। তোমার বুদ্ধিমত্তাকে সেলাম জানাই। প্রত্যেক মুহূর্তে তোমায় মিস করি। আমি জানি, তুমি আমায় জীবনের সঙ্গে জড়িয়ে আছ। সেই জন্য ওঁর পড়া কিছু বইয়ের ছবি পোস্ট করলাম। যাতে ও ওঁর মতো করে সবার মধ্যে থেকে যায়’।