সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় ৫ মাস কেটে গেলেও, অভিনেতাকে হারানোর কষ্ট বিন্দুমাত্র কমেনি। এই মৃত্যুকে নেহাৎই একটি আত্মহত্যা হিসেবে দেখতে চাননা সুশান্ত অনুরাগীরা। সুশান্তকে হারানোর ক্ষত আজও তাদের মনে দগদগে। চলছে সুশান্তের মৃত্যু তদন্ত। এই মুহুর্তে সুশান্তের মৃত্যুর তদন্তভার রয়েছে ইডি এবং সিবিআইয়ের হাতে।
অভিনেতার মৃত্যুর পর থেকেই বারংবার সামনে এসেছে বলিউডের ড্রাগযোগ প্রসঙ্গ। নাম জড়িয়েছে তাবড়-তাবড় বলিতারকাদেরও। বৃহস্পতিবার সেই সূত্র ধরেই, NCB গ্রেফতার করল বলিউডের একজন সেলিব্রিটি হেয়ারস্টাইলিস্ট এবং এক মাদক ব্যবসায়ীকে৷
সূত্রের খবর, বুধবার রাতে ওশিওয়ারা এলাকা থেকে ওই হেয়ার স্টাইলিস্টের কাছ থেকে ১৬ প্যাকেট কোকেন উদ্ধার করা হয়েছে। তারপরেই গ্রেফতার করা হয় হেয়ারস্টাইলিস্ট সুরজ গোডাম্বে ও মাদক ব্যবসায়ী লালচন্দ্র যাদব যিনি পেশায় অটোরিকশা চালক৷
১লা থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত তাদের এনসিবির হেফাজতে রাখা হবে বলেই জানান এনসিবির জোনাল পরিচালক সমীর ওয়ানখাড়ে। ইতিমধ্যেই তাদের হাজির করা হয়েছে চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে। তাদের কাছ থেকে ১৬ প্যাকেটে মোট ১১ গ্রাম কোকেন পাওয়া গিয়েছে বলে খবর, যার দাম প্রায় ৫৬ হাজার টাকা। জানা যাচ্ছে, যাদব একটি নাইজেরিয়ান গ্যাঙের হয়ে নিষিদ্ধ মাদক সরবরাহের কাজ করতেন। তার কাছ থেকেই মাদক নিতে গিয়েছিল সুরজ।
প্রসঙ্গত,১৪ই জুন সুশান্ত সিং রাজপুতকে তাঁর ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। তারপর বলি-পাড়ায় অনেক জলঘোলা হয়ে গেছে। সুশান্তের বাবা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ১৫কোটি টাকা হাতানো সহ আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মত মারাত্মক অভিযোগ আনেন। তারপর থেকেই বেশ কয়েকবার ম্যারাথন জেরার সম্মুখীন হয়েছেন রিয়া।