সম্প্রতি এইমসের বিশেষজ্ঞ চিকিৎসক দলের রিপোর্ট অনুযায়ী, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যাই করেছিলেন। তারা সুশান্ত মৃত্যু মামলায় হত্যাতত্ত্বকে ইতিমধ্যেই খারিজ করে দিয়েছেন। পাশাপাশি, এইমসের বক্তব্যকে পূর্ণ সমর্থন করেছে সিবিআইয়ের নথি। ঘটনার পুনর্নির্মাণ করেছে সিবিআইয়ের বিশেষ অফিসাররা। যদিও এই রিপোর্ট মেনে নিতে নারাজ অভিনেতার পরিবার। ফের একবার ময়নাতদন্তের দাবিতে অনড় সুশান্তের পরিবার। এরমধ্যেই সুশান্ত মামলায় মুম্বই পুলিশের তদন্তে সন্দেহ প্রকাশ করলেন সুব্রামানিয়াম।
এর আগেও সুশান্ত মামলায় একের পর এক তথ্য প্রকাশ্যে এনে এই ঘটনাকে খুন বলেই দাবি করেছিলেন তিনি। এবার ফের মুম্বই পুলিশের তদন্তকে কাঠগড়ায় তুলে বড় প্রশ্ন করেছেন বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী। তিনি একটি টুইট বার্তায় লেখেন, সুশান্ত যে গ্লাসে অরেঞ্জ জ্যুস খেয়েছিলেন সেটি সংরক্ষণ করা হয়নি কেন? এধরণের ঘটনায় গোটা অ্যাপার্টমেন্ট সিল করে দেওয়া হয়, মুম্বই পুলিশ কেন তা করল না এবার বোঝা যাচ্ছে।
এদিকে সুশান্তের আইনজীবী বিকাশ সিং ও এইমসের এই রিপোর্ট মানতে নারাজ। তার অভিযোগ ছিল, “এটি আত্মহত্যা নয়, হত্যা। ” তিনি জানান সুশান্ত সিং রাজপুতের মরদেহের একটি ছবি অনেক আগেই তিনি AIIMS এর চিকিৎসকদের দেখিয়েছিলেন, যা দেখে এইমসএর চিকিৎসক বলেছিলেন এটি ২০০ শতাংশ শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল, আত্মহত্যা নয়।” যদিও এইমস-এর চিকিৎসক বিকাশ সিং-য়ের সাথে আদৌ কথা বলেছিলেন কিনা সেই বিষয়ে কোনোও প্রামাণ্য তথ্য নেই।