• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দীপা দুশ্চরিত্রা নয়, কবীরের বই পড়েই চরম সত্যের মুখোমুখি সূর্য! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র ধামাকা পর্ব

Published on:

Anurager Chowa Surja came to know all truth after reading Kabir's book latest track revealed

স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। সিরিয়ালের গল্প প্রত্যেকদিন যেভাবে বাঁক নিচ্ছে তাতে দর্শকদের উত্তেজনা চেপে রাখা দায় হয়ে গিয়েছে। এবার সূর্য (Surjya)-দীপার (Deepa) সিরিয়ালেই আসছে একটি দারুণ মুহূর্ত। এতদিন ধরে দর্শকরা যে দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছিলেন, সেটাই এবার সত্যি হতে চলেছে।

খলনায়িকা মিশকার সৌজন্যে সূর্য-দীপার সুখের সংসার ছারখার হয়ে গিয়েছে। ছোট্ট সোনা-রূপাও ছোট থেকে মা-বাবা দু’জনের ভালোবাসা পায়নি। সূর্য এও জানে না, যে রূপাকে সে এত ভালোবাসে সে আসলে তাঁরই সন্তান। যদিও বাবাকে কাছে পেতে মরিয়া হয়ে উঠেছে ছোট্ট রূপা। এবার রূপার সৌজন্যেই সকল সত্যের মুখোমুখি হবে সূর্য।

Anurager Chhowa Surjo Deepa Rupa New Twist

এমনিতেই রূপার ব্যবহারে কিছুদিন ধরে বেশ পরিবর্তন দেখা যাচ্ছে। সূর্য-দীপা দু’জনেই সেটা খেয়াল করেছে। কিন্তু ঠিক কী কারণে রূপা এমন ব্যবহার করছে তা এখনও ‘সুদীপা’ বুঝতে পারেনি। তাঁরা জানে না, রূপা জেনে গিয়েছে ‘ডাক্তারবাবু’ই আসলে তাঁর বাবা! এসবের মাঝেই দেখানো হয়েছে, ছোট্ট রূপাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

মেয়েকে খুঁজতে হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে দীপা। এরপর সূর্যও ভাঙা পা নিয়ে তাঁকে খুঁজতে শুরু করে। এরপর রূপাকে খুঁজে পাওয়ার পর বাড়ি ফিরে আসে সূর্য। সেখানে এসে নিজের রিপোর্ট খুঁজতে শুরু করে। আর তখনই সে পেয়ে যায় কবীরের (Kabir) বই, যেখানে লুকিয়ে রয়েছে সকল সত্যি।

Anurager Chhowa, Anurager Chhowa Surjya

রাগে, ক্ষোভে, কষ্টে সেই বই (Book) পুড়িয়ে ফেলবে বলে ঠিক করে সূর্য। কিন্তু তখনই তাঁর পায়ের চোট লাগার কারণে পড়ে যায়। বাবার কান্না শুনে পাশের ঘর থেকে ছুটে আসে সোনা। তাহলে কি কবীরের বই পড়ে সকল সত্যি জেনে যাবে সূর্য? গল্প যেভাবে এগোচ্ছে তাতে বেশ বোঝা যাচ্ছে, মিশকার জারিজুরি শেষ হতে আর বেশিদিন বাকি নেই।

প্রত্যেকদিন ‘অনুরাগের ছোঁয়া’র গল্পে আসছে নতুন টুইস্ট। শোনা যাচ্ছে, শীঘ্রই রূপাকে নিয়ে সিরিয়ালের নতুন ট্র্যাক শুরু হতে চলেছে। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কবে এবং কীভাবে মিল হয় সূর্য-দীপার। আপাতত এই মুহূর্তটি দেখার জন্যই অধীর আগ্রহে বসে রয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥