• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হ্যাপি এন্ডিং দূরে থাক, অপমান করে দীপাকে আরও দূরে পাঠিয়ে দিল সূর্য! ফাঁস হল আসন্ন ট্র্যাক

Published on:

Surjya humiliates Deepa, Anurager Chhowa new video comes out

স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। স্লট টপার তো বটেই, একাধিকবার চ্যানেল টপারও হয়েছে এই সিরিয়াল। দর্শকদের একাংশের মতে, এই ধারাবাহিকটি যদি রোজ সম্প্রচারিত হতো তাহলে বেঙ্গল টপার হয়েও দেখিয়ে দিত। আর বলবে নাই বা কেন, সূর্য (Surjya)-দীপার (Deepa) সিরিয়ালে রোজ যেভাবে নতুন টুইস্ট আসছে তা দেখে দর্শকদের উত্তেজনা চেপে রাখা দায়।

ইতিমধ্যেই ‘অনুরাগের ছোঁয়া’য় ৮ বছরের লিপ দেওয়া হয়েছে। সূর্য-দীপার দুই মেয়ে সোনা-রূপাও অনেকটা বড় হয়ে গিয়েছে। সোনা-রূপাকে কেন্দ্র করে সিরিয়ালের নতুন ট্র্যাক বেশ পছন্দ হয়েছে দর্শকদের। তবে এতদিন ধরে অবশ্য টাটা অপেক্ষা করছিলেন সূর্য-দীপার দেখা হওয়ার। অবশেষে এসে গিয়েছে সেই বহুপ্রতীক্ষিত মুহূর্ত।

Surjya Deepa Anurager Chhowa

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, ইতিমধ্যেই মুখোমুখি হয়েছে সূর্য এবং দীপা। সূর্যর বাবার অ্যাক্সিডেন্ট হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করায় দীপা। সেখানেই বাবাকে দেখতে গিয়ে বৌয়ের মুখোমুখি হয় সূর্য। দর্শকরা ভেবেছিলেন, এবার হয়তো পুরনো সব মনোমালিন্য মিটিয়ে কাছাকাছি আসবেন দু’জনে। কিন্তু কোথায় কী!

দীপার ডাক্তারবাবুর পাহাড়সমান রাগ কিছুতেই কমার নয়। এত বছর পর বৌকে সামনে দেখে মন গললেও মুখে তা বলতে নারাজ সূর্য। বরং দীপাকে একাধিক খারাপ কথা বলে সে অপমান করে। সূর্য সাফ সাফ দীপাকে বলে দেয়, তাঁকে সে কিছুতেই বাড়ি নিয়ে যাবে না। জবাবে দীপা বলে, সূর্যর কাছ থেকে আশা করা সে অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে।

Surjya humiliates Deepa

একথা শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠে সূর্য। সে বলে, দীপার আসল রূপ জানা আছে তাঁর। স্বামী-সন্তানকে নিয়ে সুখে সংসার করার খোঁটাও দেয় তাঁকে। জবাবে দীপা বলে, ‘আমি চাইলে ফিরে যেতেই পারতাম ডাক্তারবাবু। কিন্তু কার কাছে ফিরে যাব, যে অনেকটা এগিয়ে গিয়েছে?’ ক্রমে বাড়তেই থাকে দীপা এবং সূর্যর ঝামেলা।

৮ বছর পর মুখোমুখি হয়েও দীপা এবং সূর্যর মনোমালিন্য মেটা তো দূর, বরং তা যেন আরও বাড়ছে। সূর্য ভুল করা সত্ত্বেও, নিজের দোষ না দেখে সে যেভাবে দীপাকে অপমান করছে তা দেখে চটে গিয়েছে দর্শকরা। এবার দেখা যাক, শেষ পর্যন্ত তাঁদের সম্পর্কের জট কীভাবে খোলে!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥