• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সোনার দিকে কুনজর, সত্যি জেনেই মিশকাকে পুলিশে দিল সূর্য! ফাঁস ‘অনুরাগের ছোঁয়া’র আগাম পর্ব

Updated on:

Anurager Chhowa Sona identifies Mishka Ring as kidnappers ring

স্টার জলসার (Star Jalsha) পর্দায় সম্প্রচারিত ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে এখন দারুণ জমজমাট পর্ব চলছে। দার্জিলিংয়ে গিয়ে একেবারে জমে উঠেছে সূর্য (Surjya)-দীপার (Deepa) কাহিনী। এবার এই ধারাবাহিকেই আরও একটি ধামাকা মোড় আসতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মিশকার (Mishka) পর্দা ফাঁস হতে চলেছে সিরিয়ালে। শুধু তাই নয়, প্রিয় বান্ধবীর কীর্তিকলাপের কথা জানতে পেরে তাঁকে পুলিশের (Police) হাতে তুলে দিতে চলেছে সূর্য।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, এই মিশকার জন্যই বছরের পর বছর ধরে আলাদা রয়েছে সূর্য-দীপা। কিছুতেই মিটছে না তাঁদের ভুল বোঝাবুঝি। শুধু তাই নয়, তাঁরা এও জানে না যে সোনা (Sona)-রূপা (Rupa) দু’জনে আসলে যমজ বোন। দুই মেয়েই তাঁদের। নায়ক-নায়িকার মধ্যে একঘেয়ে ভুল বোঝাবুঝি দেখে দর্শকদের একাংশও বেশ বিরক্ত হয়ে উঠেছিল। অনেকদিন ধরেই তাঁরা চাইছিলেন মিশকার পর্দা ফাঁস করা হোক। অবশেষে আসতে চলেছে বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত।

Anurager Chhowa Upcoming track Surjo Deepa Mishka

স্টার জলসার এই ধারাবাহিকে এখন ‘দার্জিলিং জমজমাট’ পর্ব চলছে। সূর্য-দীপা সহ সেনগুপ্ত পরিবারের সঙ্গে পাহাড়ে ছুটেছে মিশকাও। আর সেখানে গিয়েও সে চেষ্টা করছে, সূর্য-দীপার মধ্যেকার ভুল বোঝাবুঝি বাড়ানোর। এই লক্ষ্য নিয়েই সোনাকে কিডন্যাপ করায় সে।

দীপার নাম করে সোনাকে কিডন্যাপ করেছিল মিশকা। এক ঢিলে দুই পাখি মারাই ছিল তাঁর আসল লক্ষ্য। কিন্তু দীপার জন্য কবর খুড়লেও শেষ পর্যন্ত নিজেই সেখানে পড়েছে মিশকা! প্রথমে দীপাকে ভুল বুঝলেও পরে তাঁর সামনে নত হয় সূর্য। দীপা এবং রূপার সাহায্যেই সোনাকে খুঁজে পায় সে। আর সোনাকে খুঁজে পাওয়ার পরেই ধারাবাহিকে আসছে একটি ধামাকেদার মোড়।

Anurager Chhowa, Surjya Mishka, Mishka arrested

সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’র একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দার্জিলিং থেকে ফিরে এসেছে সেনগুপ্ত পরিবারের সকলে। আর কলকাতায় ফিরেই সোনা জানায়, ‘পচা আন্টি’ মিশকাই তাঁকে কিডন্যাপ করিয়েছিল। একথা শুনে সূর্য, লাবণ্য সহ বাড়ির প্রত্যেকে প্রথমে অবাক হয়ে যায়। মিশকা সাফাই গাওয়ারও চেষ্টা করে। সেকথা শুনে সোনা বলে, দরজার ফাঁক দিয়ে সে সবকিছু দেখে নিয়েছে। এমনকি তাঁর হাতে আংটিও সে দেখে নিয়েছিল।

https://youtu.be/cRfb47Efs0c

মেয়ের মুখ থেকে সমস্ত সত্যিটা শোনার পর রেগে আগুন হয়ে যায় সূর্য। সঙ্গে সঙ্গে সে সিদ্ধান্ত নেয় মিশকাকে পুলিশে দেবে সে। এদিকে গ্রেফতার হওয়ার কথা শুনে মাথায় বাজ পড়ে মিশকার! এবার দেখা যাক, শেষ অবধি সূর্য সত্যিই তাঁকে পুলিশের হাতে দেয় নাকি ঠিক কোনও না কোনও ভাবে এবারেও ছাড়া পেয়ে যায় মিশকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥