• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মায়ের হাতে খাবার খেল সোনা, দুই মেয়েই দেখা করাবে সূর্য-দীপার! রইল ‘অনুরাগের ছোঁয়া’র জমজমাট প্রোমো

Published on:

Surjya Deepa might see each other at school, Anurager Chhowa new promo comes out

সিরিয়াল মানেই দর্শকদের কাছে বিনোদনের ঠিকানা। রোজ বিকেলে চা-চপ-মুড়ি হাতে নিয়ে টিভির সামনে বসে পড়েন তাঁরা। বাংলা টেলিভিশনের এমনই একটি জনপ্রিয় ধারাবাহিক হল’অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। স্টার জলসায় সম্প্রচারিত এই সিরিয়ালটির জনপ্রিয়তা দেখার মতো। একাধিকবার চ্যানেল টপারও হয়েছে এই সিরিয়াল।

আসলে ‘অনুরাগের ছোঁয়া’র বিশেষত্বই হল এর জমজমাট ট্র্যাক। কখনও দর্শকদের একঘেয়ে অনুভব করায় না এই সিরিয়াল। প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু টুইস্ট এনে দর্শকদের চমকে দেয় দীপা (Deepa)-সূর্যর (Surjya) কাহিনী।

Anurager Chowa, Surjyo Deepa Sona Rupa

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শক যারা তাঁরা জানেন, এই ধারাবাহিকে কয়েক বছরের লিপ দেওয়া হয়েছে। সূর্য-দীপাও দুই মেয়েকে নিয়ে আলাদা থাকে। দীপা থাকে রূপাকে নিয়ে এবং সূর্য থাকে সোনাকে নিয়ে। বেশ কয়েকবছরের বিরতির পর এখনও ডাক্তারবাবুর সঙ্গে দেখা হয়নি দীপার। যদিও মেয়ে রূপার সঙ্গে কিন্তু সূর্যর বেশ ভালো পরিচয় হয়ে গিয়েছে। এখনও অবশ্য সে জানে না ছোট্ট রূপা তাঁরই মেয়ে।

লিপ নেওয়ার পর থেকেই দর্শকরা সূর্য-দীপার দেখা হওয়ার অপেক্ষায় দিন গুনছিলেন। কীভাবে তাঁদের  দেখা হবে তা নিয়ে চলছিল জল্পনা কল্পনা। এসবের মাঝেই প্রকাশ্যে এল ‘অনুরাগে ছোঁয়া’র নতুন জমজমাট প্রোমো। আর তা দেখেই দর্শকরা বেশ বুঝে গিয়েছেন সোনা-রূপার সৌজন্যেই ফের  মুখোমুখি হবে দীপা এবং তাঁর ডাক্তারবাবু।

Anurager Chhowa, Surjya Deepa Sona Rupa

স্টার জলসায় সম্প্রচারিত এই ধারাবাহিকটির নতুন প্রোমোয় দেখানো হয়েছে, স্কুলে গিয়েছে সোনা। অপরদিকে কাজে আটকে পড়ায় মেয়েকে আনতে যেতে দেরি হয়ে যায় সূর্যর। সেখানেই আবার কাজের সূত্রে গিয়েছে দীপা। সোনাকে ক্ষিদে পেয়েছে বলতে শুনে সঙ্গে সঙ্গে সে পরম যত্নে তাঁকে টিফিন খাইয়ে দেয়।

অপরদিকে সোনাকে আনতে যাওয়ার সময় রাস্তায় রূপার সঙ্গে দেখা হয় সূর্যর। সে জানায়, মা’কে ওষুধ দিতে স্কুলে যাচ্ছে সে। একথা শুনে রূপাকে কোলে তুলে নিয়ে সূর্য বলে সে তাঁকে মায়ের কাছে নিয়ে যাবে। প্রোমো দেখার পর দর্শকদের মনে এখন ঘুরপাক খাচ্ছে একটিই প্রশ্ন। তাহলে কি স্কুলেই দেখা হবে সূর্য-দীপার? আপাতত সেই প্রশ্নের উত্তর জানতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥