• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে রূপার আসল পরিচয় জানল সূর্য! ‘অনুরাগের ছোঁয়া’র প্রোমো দেখেই খুশি ধরছে না দর্শকদের

Published on:

Surjya comes to know about Rupa’s real identity in Anurager Chhowa, watch promo

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্য জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সূর্য (Surjya) দীপার (Deepa) সিরিয়ালের যেমন জনপ্রিয়তা, তেমনই আকাশছোঁয়া টিআরপি। সপ্তাহে পাঁচ দিন সম্প্রচারিত হয়েই বেঙ্গল টপার হয়ে দেখিয়েছে এই সিরিয়াল। ধারাবাহিকে যেভাবে একের পর এক টুইস্ট আসছে তাতে সত্যিই দর্শকদের উত্তেজনা চেপে রাখা দায়।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, গত ৮ বছর ধরে আলাদা রয়েছে সূর্য এবং দীপা। এতগুলো বছর কেটে গেলেও তাঁদের মধ্যেকার ভুল বোঝাবুঝি এখনও মেটেনি। এখন আবার সিরিয়ালে এন্ট্রি নিয়েছে কবীর স্যার। যাকে নিয়েই যাবতীয় ভুল বোঝাবুঝি হয়েছিল সূর্য এবং দীপার।

Surjya Deepa Anurager Chhowa

বেঙ্গল টপার এই ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন, লাবণ্য সেনগুপ্ত একটি ফ্লাওয়ার আর্ট কম্পিটিশনের আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে দীপা। আজকের পর্বে আবার দেখানো হবে, বহুদিন পর বিখ্যাত কবি কবীর ফিরে আসায় তাঁকে নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে একটি টেলিভিশন চ্যানেল। সেখানে সঞ্চালিকা কবীরকে তাঁর স্ত্রীয়ের কথা জিজ্ঞেস করে।

কবীরের স্ত্রী’কে টিভিতে দেখার আগেই মিশকার উস্কানিতে রাগের মাথায় টিভি বন্ধ করে দেয় সূর্য। মনে মনে সে ভাবে দীপাই বুঝি কবীরের স্ত্রী। আর সেই রাগের বশে টিভি, রিমোট সব কিছু ভেঙে দেয় সূর্য। এবার ধারাবাহিকে আসতে চলেছে একটি ধামাকেদার টুইস্ট। শীঘ্রই রূপার (Rupa) আসল পরিচয় জানতে পারবে সূর্য।

Surjya Rupa

সম্প্রতি স্টার জলসার তরফ থেকে ‘অনুরাগের ছোঁয়া’র একটি নতুন প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে এই ধামাকেদার দৃশ্য। সংশ্লিষ্ট প্রোমোয় দেখানো হয়, সোনার স্কুলের নাচের প্রতিযোগিতায় সেজেগুজে হাজির হবে রূপা। সে জানায়, স্কুলে পারফর্ম করবে। তখন সোনা বলে ওঠে, তুমি তো এখানে পড়ো না, তাহলে নাচবে কী করে? যা শুনে সূর্য বলে, এবার থেকে রূপাও এই স্কুলেই পড়বে এবং রূপার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেবে সে।

স্বামীর মুখ থেকে একথা শুনে এগিয়ে আসে দীপা। সে সাফ সাফ বলে, যে বাবা নিজের সন্তানের দায়িত্বই নিতে চায়নি, সে আবার অন্যের সন্তানের দায়িত্ব কোন অধিকারে নেয়? দীপার মুখে একথা শুনে রূপার দিকে তালিয়ে চমকে ওঠে সূর্য। অপরদিকে লাবণ্য সমস্ত কথোপকথন শোনার পর মনে মনে বলে, তাহলে কি রূপাই সূর্য-দীপার দ্বিতীয় সন্তান, যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম? এবার দেখার রূপার আসল পরিচয় জানার পর সূর্য-দীপার সম্পর্ক কোন দিকে মোড় নেয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥