• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথম দেখাতেই শুরু হল বাবা-মেয়ের ঝগড়া! সূর্য-দীপাকে মেলাতে সিরিয়ালে আসছে নতুন চমক

Published on:

Surjo Rupa first meeting new twist in Anurager Chonwa

বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। এই সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়াল। যার পাঁচটা সিরিয়াল থেকে একেবারে আলাদা এই সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য (Surjo)-দীপা (Deepa)-র সম্পর্ক।

ধারাবাহিকে নায়ক সূর্য (Surjo) চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। আর তার বিপরীতে নায়িকা দীপার (Deepa) চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। সম্প্রতি ধারাবাহিকে এসেছে নতুন টুইস্ট (New Twist)। যার ফলে দীর্ঘ জল্পনাকে সত্যি করেই ৮ বছরের লীপ নিয়ে নিয়েছে এই সিরিয়াল।

এখন মেয়ে সোনাকে ঘিরেই রয়েছে সূর্যের জীবন।

Anurager Chonwa new promo comes out

তার মুখে হাসি ফোটাতে সবকিছু করতে পারে সূর্য। তাই বিয়ের মণ্ডপ অবধি পৌঁছেও শেষ পর্যন্ত মিশকার সাথে বিয়ে ভেঙে দিয়েছিল সূর্য।সমাজের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা একজন সিঙ্গেল মাদার যেমন নিজের একার দায়িত্বেই সন্তানকে মানুষ করে। ঠিক সেভাবেই  নিজের সন্তানকে মানুষ করবে সূর্য।

ওদিকে দেখতে গেলে দীপাও তাই, একেবারে সিঙ্গেল মাদারের মতোই মেয়ে রুপাকে মানুষ করছে সে। তবলার সহযোগিতায় এখন নিজের মতো করে মেয়ে রুপাকে মানুষ করছে সূর্য। এই মুহূর্তে  ধারাবাহিক লীপ নেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে  বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে, সূর্য দীপার দুই মেয়ে সোনা রুপা। তবে সূর্যের মা লাবণ্যর বিশ্বাস সূর্যের মেয়ে সোনাই আগামী দিনে নিজের মা এবং বোনকে খুঁজে বার করবে এবং মিল করাবে নিজের মা-বাবার।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,দীপা,Deepa,সোনা,Sona,রুপা,Rupa,নতুন চমক,New Twist

এরইমধ্যে প্রকাশ্যে এসেছে একটি ভিডিও সেখানে দেখা যাচ্ছে ভাগ্যচক্রেই এতদিন পর রাস্তায় আচমকাই নিজের মেয়ে রুপার সাথে দেখা হয়ে গিয়েছে সূর্যের। আর প্রথম সাক্ষাতেই বাবা-মেয়ের মধ্যে শুরু হয় তুমুল তর্ক। তবে এতবছর পর এদিন সূর্যের সাথে দীপার দেখা হবে কিনা তা এখনও জানা যায়নি। ভিডিওতে দেখা যাচ্ছে ধান মাড়াই করার জন্য রাস্তার ওপর ধান বিছিয়ে রেখেছে দীপার মেয়ে রুপা।

আর সে অপেক্ষা করছে কখন সেই ধানের ওপর দিয়ে গাড়ি যাবে। এমন সময় আচমকাই সেই রাস্তা দিয়ে যায় সূর্যের গাড়ি। আর গাড়ির মধ্যে থাকা সূর্যের মেয়ে সোনার চোখে ধানের খোলা ঢুকে যায়। যা দেখে বিরক্ত হয়ে সূর্য বলতে শুরু করে ‘করা এভাবে বাচ্চাদের রাস্তায় ছেড়ে দেয়। স্টুপিড কতগুলো।’  তখন দীপার মেয়ে প্রতিবাদ করে বলে ‘এটা তো পচা কথা!’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥