• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আলাদা হল সূর্য-দীপা! মিশকাকেই বিয়ে করল ডাক্তারবাবু, ‘অনুরাগের ছোঁয়া’ দেখে মন খারাপ দর্শকদের

Published on:

Surjo is going to marry Mishka in Anurager Chhowa

স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। মাত্র ৫ দিন সম্প্রচারিত হয়েই ধারাবাহিকটি এখন চ্যানেল টপার। যদি প্রত্যেকদিন সম্প্রচারিত হতো, তাহলে বেঙ্গল টপার হয়েও দেখাতে পারতো ‘অনুরাগের ছোঁয়া’। আর এখন তো সিরিয়ালে একেবারে জমজমাট ট্র্যাক চলছে। এক মুহূর্তও চোখ সরাতে পারছে না দর্শকরা।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শক যারা তাঁরা জানেন এখন ধারাবাহিকে দেখানো হচ্ছে, ভুল বোঝাবুঝির জন্য দূরে চলে গিয়েছে সূর্য (Surjo) এবং দীপা (Deepa)। তবে এবার তাঁদের সম্পর্কের টানাপোড়েন একটু নতুন মোড় নিতে চলেছে। দীপাকে জব্দ করতে মিশকাকে (Mishka) বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে সূর্য, একথা হয়তো দর্শকরা আগে থেকেই জানেন। তবে তাঁরা আশা করেছিলেন শেষ অবধি এমনটা হবে না।

Surjo Mishka marriage in Anurager Chhowa

কিন্তু সবাইকে চমকে দিয়ে ‘অনুরাগের ছোঁয়া’র আগামী পর্বের প্রি-ক্যাপে দেখানো হয়েছে বিয়ের মণ্ডপে বসে রয়েছে সূর্য এবং মিশকা। শুধু তাই নয়, মিশকার সিঁথিতে সিঁদুরও পরাতে চলেছে দীপার ডাক্তারবাবু। আর সেই সময় বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হয়েছে স্বয়ং দীপা।

ডাক্তারবাবু আর মিশকার বিয়ের দৃশ্য দেখে দীপার কার্যত পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো অবস্থা। সন্তানকে কোলে নিয়ে সেই দৃশ্য হাঁ করে দেখে সে। ‘অনুরাগের ছোঁয়া’র এই ধামাকেদায় টুইস্ট দেখে বেশ চিন্তায় পড়েছে দর্শকরাও। তাহলে কি সত্যিই আলাদা হয়ে যাবে সূর্য-দীপা? আপাতত এই প্রশ্নই ঘুরছে তাঁদের মনে।

Surjo Mishka marriage in Anurager Chhowa

দীপাকে সূর্যর জীবন থেকে সরিয়ে নিজে সেই স্থান নেওয়ার চেষ্টা মিশকা অনেকদিন ধরেই করে আসছে। দীপার সংসার ভাঙার জন্য সূর্যর মনে অহেতুক সন্দেহের বীজও বুনে দেয় সে। এই মিশকাকে বিশ্বাস করে নিজের সন্তানদের পিতৃত্বও অস্বীকার করে সে। এমনকি বাড়ির সকলের অমতে গিয়ে তাঁকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়ে নেয় দীপার ডাক্তারবাবু।

যদিও দর্শকদের চিন্তা করার কোনও কারণ নেই। কারণ স্টার জলসার এই জনপ্রিয় ধারাবাহিকটি একটি হিন্দি ধারাবাহিকের রিমেক। এতদিন ধরে ‘অনুরাগের ছোঁয়া’র সম্পূর্ণ ট্র্যাকের সঙ্গে সংশ্লিষ্ট ধারাবাহিকের ট্র্যাক হুবহু এক ছিল। তাই ভবিষ্যতেও যদি সেই গল্পই অনুসরণ করা হয়, তাহলে সূর্য-মিশকার বিয়ে হওয়ার কথাই নয়। তাই আগামী পর্বের প্রি-ক্যাপ নিয়ে একেবারেই চিন্তিত হওয়ার প্রয়োজন নেই অনুরাগীদের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥