• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমাদের মিলটা এবার হয়েই যাবে! টিভির আগেই মহাপর্ব ফাঁস করলেন ‘অনুরাগের ছোঁয়া’র সূর্য-দীপা

Published on:

Anurager Chhowa Surja Deepa will unite soon revealed by lead actor actress in interview

এই মুহূর্তে বাংলা সিরিয়ালের (Bengali Serail) জগতে রাজ করছে স্টার জলসার লোকপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। এই সিরিয়ালের নায়ক নায়িকা সূর্য-দীপাকে (Surjo-Deepa) এখন এককথায় চোখে হারাচ্ছেন দর্শক।

ধারাবাহিকে নায়িকা দীপার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। আর তাঁর বিপরীতে নায়ক সূর্য চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)কে। এখনকার বাংলার সিরিয়ালের অন্যতম জনপ্রিয় পাওয়ার কাপল তাঁরা।  যখনই তাঁরা একফ্রেমে ধরা দেন টিভির পর্দা থেকে চোখ সরে না দর্শকদের।

Anurager Chhowa Surjo Deepa romance

তাই সব মিলিয়ে ইদানিং সূর্য-দীপা ম্যাজিকে কাবু গোটা বাংলা। বহুদিন ধরেই এই প্রিয় জুটির মিল দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। কবে আসবে সেই দিন? সম্প্রতি টলি নিউজ নামে একটি ইউটিউব চ্যানেলের সাথে দেওয়া সাক্ষাৎকারে নিজের মুখেই এই প্রশ্নের জবাব দিয়েছেন পর্দার সূর্য-দীপা জুটি দিব্যজ্যোতি স্বস্তিকা।

সিরিয়ালের নিয়মিত দর্শকরা জানেন দীপা ইতিমধ্যেই জেনে গিয়েছে হাসপাতালে সেদিন সে যমজ সন্তানের জন্ম দিয়েছিল। আর এবার খুব তাড়াতাড়ি দীপা জেনে যাবে রুপার মতোই সোনাও তার নিজের মেয়ে। যা নিয়ে দর্শকদের জন্য আসছে অনুরাগের ছোঁয়ার ধামাকা পর্ব।

Anurager Chhowa New Promo Deepa Twins Baby

আর যেভাবে পরতে পরতে একটার পর একটা রহস্যের জট খুলছে সেকথাই মনে করিয়ে দিয়ে পর্দার সূর্য দীপা এদিন জানিয়েছেন ‘মনে হচ্ছে আমাদের মিল হয়ে যাবে তাড়াতাড়ি’। এছাড়া ইদানিং অনুরাগের ছোঁয়ার আগাম পর্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নানা ধরনের গল্প দেখা যায়। এক্ষেত্রে পর্দার সুদিপা জুটি স্পষ্ট জানিয়েছেন সবটাই লেখিকার হাতে রয়েছে।

সদ্য ধারাবাহিকে দর্শক দেখেছেন মদ খেয়ে মদ্যপ অবস্থাতেও সূর্য দীপার কাছে গিয়েছে। আর ওই অবস্থাতেই নিজের মনের সমস্ত আবেগ উজাড় করে দিয়ে সে দীপাকে নিজের মুখে ভালোবাসার কথা জানিয়েছে। সিরিয়ালে সূর্য দীপার এই রোমান্টিক মুহূর্ত খুব পছন্দ করেছেন দর্শক। তবে এদিন স্বস্তিকা দিব্যজ্যোতি এজানান এই সিনটা নাকি আসলে ছিল ৩ মিনিটের। কিন্তু তাঁরা সেটা টানা ১০ মিনিটে টেনে নিয়ে গিয়েছিলেন। একটা শটেই নাকি সিন ওকে  হয়েছিল।

Anurager Chhowa surja confess love for deepa while drunk

প্রসঙ্গত দর্শকদের মধ্যে এমন অনেকে আছেন যারা মনে করেন সিরিয়ালে সূর্য দীপা যেমন একে অপরকে ভালোবাসেন বাস্তবেও তেমনি প্রেম করেন স্বস্তিকা দিব্যজ্যোতি। বেশকিছুদিন ধরে এমনই কানাঘুঁষো শোনা যাচ্ছে টেলিপাড়ায়। এদিন এমন প্রশ্ন শুনে প্রথমেই হেসে ফেলেন অভিনেতা অভিনেত্রী দুজনেই। এরপর তারা সাফ জানান এখন এসব শোনার মতো তাঁদের দুজনের কাছেই সময় নেই। আপাতত তাঁরা তাঁদের কাজ নিয়েই নাকি ভীষণ ব্যস্ত।

উল্লেখ্য নাচের ক্লাসে ওয়ার্ম আপ করতে গিয়ে সদ্য পায়ে চোট পেয়েছেন দিব্যজ্যোতি। সেই ভাঙা পা নিয়েই শুটিং করছেন অভিনেতা। এদিনের সাক্ষাৎকারেও দেখা গেল পায়ে প্লাস্টার করা অবস্থাতেই বসে রয়েছেন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥