• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার মতোই বাস্তবেও একজন প্রিয়বন্ধু রয়েছে সূর্য অভিনেতা দিব্যজ্যোতির, ফাঁস হল তার পরিচয়

Published on:

Surjo actor Dibyojyoti Dutta's real life bestfriend

এই মুহূর্তে স্টার জলসার অন্যতম জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)। এমনিতে সিরিয়ালের বয়স বেশিদিন না হলেও অল্পদিনেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই নতুন সিরিয়াল। ধারাবাহিকে নায়ক সূর্য (Surjo)-র চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)।

এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন নায়ক সূর্য এবং তার স্ত্রী দীপা একে অপরকে ভীষণ ভালোবাসে। কিন্তু সূর্যর  প্রিয় বান্ধবী মিশকা (Mishka)-র ষড়যন্ত্রে তাদের সম্পর্কের মধ্যে তৈরী হয়েছে বড়সড় ফাটল। বান্ধবী মিশকার প্রতি অন্ধবিশ্বাসের জেরে বারবার দীপাকেই ভুল বুঝে চলেছে সূর্য। মিশকা যাই বলছে তাই শুনছে সূর্য।

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,মিশকা,Mishka,বাস্তব জীবন,Real Life,প্রিয়বন্ধু,Bestfriend,সিদ্ধার্থ দত্ত,Sidhartha Dutta

অন্যদিকে মিশকা মরিয়া সূর্যকে যেনতেন প্রকারেণ নিজের করে পেতে। অথচ সূর্য মিশকাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে দীপার ওপর তার রাগ আছে ঠিকই। কিন্তু তাই বলে আর কোনোদিন সে আর কাওকে বিয়ে করবে না।কিন্তু মিশকাও নাছোড়বান্দা তাই এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ তো গেল সিরিয়ালের কথা। কিন্তু বাস্তবজীবনে সূর্য অর্থাৎ অভিনেতা দিব্যজ্যোতি দত্তর জীবনে এমন বন্ধু কি কেউ আছে? যাকে  তিনি অন্ধের মতো  বিশ্বাস করেন?

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,মিশকা,Mishka,বাস্তব জীবন,Real Life,প্রিয়বন্ধু,Bestfriend,সিদ্ধার্থ দত্ত,Sidhartha Dutta

এ প্রসঙ্গে সম্প্রতি টিভি নাইন  বাংলার সাথে এক সাক্ষাৎকারে দিব্যজ্যোতি বলেছেন, সূর্য একজন সফল ডাক্তার হলিও সে অত্যন্ত সহজ-সরল একজন মানুষ। সেইসাথে অভিনেতার সংযোজন তাকে তার প্রিয় বান্ধবী মিশকা যা বোঝাচ্ছে, সে তাই বুঝছে। এরপরেই দিব্যজ্যোতি জানান তাঁর জীবনেও নাকি মিশকার মতো একজন বন্ধু আছে।

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,সূর্য,Surjo,দিব্যজ্যোতি দত্ত,Dibyojyoti Dutta,মিশকা,Mishka,বাস্তব জীবন,Real Life,প্রিয়বন্ধু,Bestfriend,সিদ্ধার্থ দত্ত,Sidhartha Dutta

সিরিয়ালে সূর্য যেমন মিশকাকে বিশ্বাস করে বাস্তবে দিব্যজ্যোতিও তাকে একই ভাবে বিশ্বাস করেন। অভিনেতা জানিয়েছেন তার সেই ছোটবেলার বন্ধুর নাম সিদ্ধার্থ। পর্দার সূর্যর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘেঁটে দেখলে সহজেই বোঝা যায় তাঁর এই ছোটবেলার বন্ধু সিদ্ধার্থ দত্তও দিব্যজ্যোতির মতোই একজন জিম লাভার ফিটনেস ফ্রিক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥