• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রয়াত বালিকা বধূর ‘দাদি’সা! সুরেখা সিক্রির মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ

Updated on:

Surekha Sikri

ফের একবার শোকের ছায়া নেমে এল বিনোদন জগতে। আজ অর্থাৎ শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন হিন্দি বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী সুরেখা সিক্রি (Surekha Sikri)। জানা গেছে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।প্রবীণ অভিনেত্রী কে হারিয়ে শোকের ছায়া বলিউডে।

বর্ষীয়ান অভিনেত্রীর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিনোদন জগৎ। জানা গেছে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী।২০২০ সালে ব্রেন স্ট্রোক (Brain Strock) হওয়ার পর শরীর ভেঙে পড়ে অভিনেত্রীর । গত কয়েক মাসে ক্রমশ তাঁর অবস্থার অবনতি হতে শুরু করে। আজ দ্বিতীয়বার ব্রেন স্ট্রোক হওয়ায় সেই ধাক্কা আর সামলাতে পারেননি অভিনেত্রী।

Surekha Sikri

এদিন তাঁর প্রয়াণের খবর জানিয়ে তাঁর ম্যানেজার সংবাদমাধ্যমে বলেছেন ” শুক্রবার ভোরবেলা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তিনটে জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী সুরেখা সিক্রির। দ্বিতীয় বার ব্রেন স্ট্রোক হওয়ায় তাঁর শারীরিক কমপ্লিকেশন আরও বেড়ে গিয়েছিল। মৃত্যুর সময়ে তাঁর পাশে গোটা পরিবার ছিল।”

১৯৭৮ সালে ‘কিস্সা কুর্সি কা'(Kissa Kursi Ka) ছবির হাত ধরেচলচ্চিত্র জগতে তাঁর পা রেখেছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। দীর্ঘ অভিনয় জীবনে ‘তামাস’ (Tamas), ‘মাম্মো’ (Mammo) এবং ‘বাধাই হো'(Badhaai Ho) এই তিনটি ছবি জাতীয় পুরস্কারের সম্মান এনে দিয়েছিল তাঁর ঝুলিতে। এছাড়াও টেলিভিশনের পর্দায় কালার্স টিভির জনপ্রিয় হিন্দি সিরিয়াল বালিকা বধূর হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছিল সকলের প্রিয় দাদি’সা কে।

উল্লেখ্য অভিনেত্রীর বাবা ছিলেন ভারতীয় বিমান বাহিনীর একজন সেনা অফিসার।জানা যায় অভিনেত্রীর জন্মস্থান  দিল্লি হলেও  শৈশব কেটেছিল  আলমোরা ও নৈনিতালে। । ১৯৬৮ সালে ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে নাট্যতত্ত্বে স্নাতক পাশ করেন তিনি। তাই মঞ্চ, ছোটপর্দা, বড় পর্দা— সবেতেই তাঁর অবাধ বিস্তার ছিল। তাঁকে শেষবার অভিনয় করতে দেখা গিয়েছিল পরিচালক জোয়া আখতার পরিচালিত শর্ট ফিল্ম ‘ঘোস্ট স্টোরিস’ Ghost Stories-এ।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥