• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গঙ্গারামের প্রেমিকা এখন জাঁদরেল খলনায়িকা! বহুদিন পর হরগৌরী পাইস হোটেলে কামব্যাক করছেন সুরভী

Published on:

সুরভী মল্লিক,Surabhi Mallick,গঙ্গারাম,Gangaram,অভিষেক বসু,Abhishek Bose,হরগৌরী পাইস হোটেল,Horogouri Pice Hotel

বাংলা টেলিভিশন দুনিয়ার অত্যন্ত পরিচিত একজন অভিনেত্রী হলেন সুরভী মল্লিক (Surabhi Mallick)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ইরাবতীর চুপ কথা’ দিয়েই ছোট পর্দার অভিনয়ে হাতেখড়ি হয়েছিল সুরভির। অল্প দিনের মধ্যেই তার অভিনয় ছাপ ফেলেছে দর্শকদের মনে। তাই অভিনয়ের জীবনের বয়স বেশি দিন না হলেও অল্প দিনের মধ্যেই দশক মহলে খুবই জনপ্রিয় জনপ্রিয়তা পেয়েছেন সুরভী।

পরবর্তীতে তাকে দেখা গিয়েছে স্টার জলসার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক ‘ভাগ্যলক্ষ্মী’-তে।এই ধারাবাহিকে জনপ্রিয় টেলি অভিনেতা ফারহান ইমরোজের বিপরীতে অভিনয় করেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন সুরভী। যদিও চরিত্রটি পার্শ্ব চরিত্র ছিল তবুও এই চরিত্রই তাকে এনে দিয়েছিল বিশাল জনপ্রিয়তা।

সুরভী মল্লিক,Surabhi Mallick,গঙ্গারাম,Gangaram,অভিষেক বসু,Abhishek Bose,হরগৌরী পাইস হোটেল,Horogouri Pice Hotel

এই সিরিয়াল শেষ হওয়ার পরেই সুরভিকে দেখা গিয়েছিল স্টার জলসা অন্যতম জনপ্রিয় মেগা সিরিয়াল ‘গঙ্গারাম'(Gangaram)-এ। এই ধারাবাহিকে বেশ কিছুদিনের জন্য রিনি নামের পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে। প্রসঙ্গত এই ধারাবাহিকের সূত্র ধরে গঙ্গারাম অভিনেতা অভিষেক বসুর (Abhishek Bose) সাথে বন্ধুত্ব থেকে তার সম্পর্ক গড়ায় ভালোবাসায়।

সুরভী মল্লিক,Surabhi Mallick,গঙ্গারাম,Gangaram,অভিষেক বসু,Abhishek Bose,হরগৌরী পাইস হোটেল,Horogouri Pice Hotel

প্রসঙ্গত টেলি অভিনেত্রী দিয়া মুখার্জির সাথে ব্রেকআপের পরপরই এই অভিনেত্রীর সাথে সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন অভিষেকে। গঙ্গারাম শেষ হওয়ার অনেকদিন আগেই এই ধারাবাহিকে শেষ হয়েছিল সুরভীর চরিত্রের মেয়াদ। সেই থেকে এতদিন পর্যন্ত কোন নতুন সিরিয়ালে দেখা যায়নি এই অভিনেত্রীকে। তবে এরই মধ্যে এই অভিনেত্রীর ভক্তদের জন্য এসে গেলে সুখবর।


স্টার জলসার নতুন সিরিয়াল ‘হরগৌরী পাইস হোটেল’ (Horogouri Pice Hotel)-এ সম্পূর্ণ নতুনরূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। ইতিমধ্যেই গতকাল থেকেই টিভির পর্দায় শুরু হয়েছে এ ধারাবাহিকের সম্প্রচার।তবে এই ধারাবাহিকে আবারও তাকে একেবারে নতুন রূপে খলনায়িকার চরিত্রে দেখা যাবে। সিরিয়ালে সুরভীর নাম হয়েছে মিতালী। অনেকদিন পর পর্দায় কামব্যাক করতে পেরে ভীষণ খুশি অভিনেত্রী নিজেও। একথা সুরভীর ইনস্টাগ্রাম একাউন্টে চোখ রাখলেই বোঝা যায় হামেশাই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥