• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ওয়েব সিরিজে নোংরামি দেখিয়ে তরুণ প্রজন্মকে শেষ করছে! ‘XXX’ নিয়ে একতাকে ধুয়ে দিল সুপ্রিমকোর্ট

Published on:

Supreme Court has reportedly said Ekta Kapoor is ‘polluting minds of young generation’

টেলিভিশন দুনিয়ার ‘সম্রাজ্ঞী’ বলা হয় তাঁকে। সেই একতা কাপুর (Ekta Kapoor) নিজেকে অবশ্য শুধুমাত্র টিভিতেই সীমাবদ্ধ রাখেননি। বলিউড ছবির পাশাপাশি বেশ কিছু ওয়েব সিরিজেরও প্রযোজক তিনি। বিশেষত একতার ‘XXX’ ওয়েব সিরিজ নিয়ে তো চর্চা এবং বিতর্ক দুইই লেগে থাকে। সৌজন্যে এর বিতর্কিত কনটেন্ট।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সম্প্রতি বিহারের বেগুসরাইয়ের একরি আদালত থেকে একতা এবং তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। শম্ভু কুমার নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের ভিত্তিতে জারি হয়েছে এই ওয়ারেন্ট। জানিয়ে রাখি, শম্ভুবাবুর অভিযোগ, ‘XXX’ ওয়েব সিরিজে সৈনিক এবং তাঁদের পরিবারকে কালিমালিপ্ত করা হয়েছে।

XXX web series

একতার আইনজীবী অবশ্য গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত সকল সংবাদকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন। তবে এবার এই মামলা সংক্রান্ত একটি বড় আপডেট সামনে এসেছে এবং সেখান থেকে জানা গিয়েছে, একতাকে এবার একহাত নিয়েছে খোদ সুপ্রিম কোর্ট (Supreme Court)।

একটি নামী সংবাদসংস্থা কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে একতা এবং তাঁর মা দেশের সর্বোচ্চ আদালতে আবেদন করেছিলেন। সেই আবেদনের শুনানির সময়ই সুপ্রিম কোর্টের বিচারকেরা বলেন, ‘কিছু একটা হওয়া উচিত। এই দেশের তরুণ প্রজন্মের চিন্তাভাবনা নষ্ট করে দিচ্ছেন আপনি। এটা (XXX) সবাই দেখতে পারে। ওটিটি কনটেন্ট সবাই দেখতে পারে। দর্শকদের আপনি কেমন চয়েজ দিচ্ছেন? সত্যি কথা বলতে আপনি তরুণ প্রজন্মের মাথাটাই নষ্ট করে দিচ্ছেন’।

Ekta Kapoor sad

সংশ্লিষ্ট প্রতিবেদন থেকে জানা গিয়েছে, এরপর জাস্টিস অজয় রস্তোগি এবং সিটি রবিকুমার বলেন, ‘আপনি যখনই এই কোর্টে আসেন, আমাদের ভালোলাগে না’। এরপরই দুই জাস্টিস বলেন, শুধুমাত্র টাকা আছে বলেই ভালো উকিল নিয়ে যে একতা সুপ্রিম কোর্টে চলে যান, তা তাঁদের ভালোলাগে না। সঙ্গে এও জানিয়ে দেন যে সুপ্রিম কোর্ট এমন ব্যক্তিদের জন্য নয় যাদের আওয়াজ রয়েছে। বরং এমন ব্যক্তিদের জন্য যাদের আওয়াজ নেই।

নামী সংবাদসংস্থার প্রতিবেদন থেকে জানা যায়, এত কিছুর পরেও একতার উকিল দাবি করেন, বিতর্কিত সেই কনটেন্ট টাকা দিয়ে (সাবস্ক্রিপশন) দেখতে হয়। সেইসঙ্গেই স্মরণ করিয়ে দেন এদেশের প্রত্যেকের পছন্দের স্বাধীনতা রয়েছে। যদিও এই তত্ত্ব শুনেও সন্তুষ্ট হননি সুপ্রিম কোর্টের দুই বিচারক। তাঁরা বলেন, এমন ধরণের জিনিস দেখিয়ে দেশের মানুষদের কেমন ‘চয়েজ’ দিচ্ছেন একতা!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥