• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভাগ্য ফিরছে না কিছুতেই! আদিপুরুষ মুখ থুবড়ে পড়তেই বাড়ি ভাড়া দিচ্ছেন প্রভাস

ভাগ্যদেবী যেন কিছুতেই সহায় হচ্ছে না সাউথের সুপারস্টার তথা ‘বাহুবলি’ (Bahubali) অভিনেতা প্রভাসের (Prabhas)।  সেই ‘রাধে শ্যাম’ সিনেমা থেকে শুরু হয়েছে। একের পর এক ফ্লপ সিনেমার ধাক্কায় প্রায় ডুবতে  বসেছে অভিনেতার অভিনয় কেরিয়ার। ‘বাহুবলি’ এবং ‘বাহুবলি ২’ মুক্তির পর আসমুদ্র হিমাচল তার ফ্যান ফলোয়িং পৌঁছেছিল আকাশ ছোঁয়া। অগণিত মহিলা অনুরাগী তাঁর।

শুধু তাই নয় দেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি। সদ্য বক্স অফিসে বিরাট ঢাকঢোল পিটিয়ে মুক্তি পেয়েছিল প্রভাস অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘আদিপুরুষ’। এই সিনেমাটি নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল অভিনেতার ভক্তদের মনে। সিনেমাটিতে ভগবান রামচন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন প্রভাস।

   

Adipurush, Adipurush box office collection

যদিও এমন একটা পৌরাণিক চরিত্রে অভিনয় করে প্রশংসার বদলে অভিনেতা কপালে জুটেছে সমালোচনাই।  আদিপুরুষ সিনেমার অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে প্রভাস নিয়েছিলেন ১০০ কোটি টাকা। যা শুনে প্রথমদিকে আঁতকে উঠেছিলেন সকলে। প্রভাসের পারিশ্রমিকের খবর চাউর হতেই তার মতোই ইন্ডাস্ট্রির অনেকেই এক লাফে বাড়িয়ে দেন তাদের পারিশ্রমিক  .

কিন্তু এখন প্রশ্ন হল যে ৫০০ থেকে ৬০০ কোটির মত বিগ বাজেটের সিনেমা আদিপুরুষ কি তার ব্যয়ের টাকাটুকুও ঘরে তুলতে পারবে?  বিশেষ করে মুক্তির পথ থেকে বক্স অফিসে সিনেমাটি যেভাবে ক্ষতির মুখে পড়েছে তা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন নির্মাতারাও। আদিপুরুষের আয়ের অংক শোনার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে একটি খবর।

দক্ষিণ ভারতীয় সুপারস্টার,South Indian Superstar,প্রভাস,Peabhas,বাহুবলি,Bahubali,আদিপুরুষ,Adipurush,ফ্লপ,Flop,বাড়ি,House,ভাড়া,Rent

তা হল একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় আর্থিক সমস্যার কারণে নাকি এবার নিজের বাড়িটাই ভাড়া দিয়েছেন প্রভাস। খবরটা কি আদতে সত্যি? তা জানতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখানে বলে রাখি খবরটি আংশিক সত্যি হলেও পুরোপুরি নয়।  কারণ প্রভাস আসলে বাড়িভাড়া দিয়েছেন ঠিকই তবে সেটা নিজের বাড়ি নয়।

আসলে সাউথের এই সুপারস্টারের ইতালিতেও একটা বাড়ি রয়েছে। সেটাই তিনি পর্যটকদের জন্য ভাড়ায় দিয়েছেন। জানা যাচ্ছে যারা ইতালিতে ঘুরতে যান সেই সমস্ত পর্যটকরা যাতে থাকতে পারে তাদের জন্যই ইতালিতে নিজের বাড়িটি ভাড়া দিয়েছেন প্রভাস। আর এই বাড়ি ভাড়া বাবদ নাকি মাস গেলে ৪০ লাখ টাকা ভাড়া পেয়ে থাকেন তিনি।