• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খেলনা বাড়িতে নতুন মোড়! মিতুলের হবু জামাই হতে চলেছেন জিতের অনস্ক্রিন ছেলে

Published on:

Superstar Jeet coactor Angshu Bach will takes entry in Khelna Bari serial

বরাবরই বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের মধ্যে চর্চায় থাকে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। এই সিরিয়ালের নায়িকা মিতুল (Mitul) দর্শকদের কাছে বাংলা সিরিয়ালের ‘লেডি রঞ্জিত মল্লিক’এর তকমা পেয়েছেন ইতিমধ্যেই।

ধারাবাহিকে এই মিতুলের চরিত্রে অভিনেত্রী আরাত্রিকা মাইতির (Aratrika Maity) সাবলীল অভিনয় অল্প দিনেই দর্শকমহলে জায়গা করে নিয়েছে বেশ পাকাপাকি ভাবেই। ধারাবাহিকে তার বিপরীতে ইন্দ্র ওরফে ইন্দ্রজিৎ লাহিড়ীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। পর্দায় এই ইন্দ্র-মিতুল জুটির মিষ্টি  রসায়ন ভীষণ পছন্দ করেন দর্শকরা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনাবাড়ি,Khelnabari,মিতুল,Mitul,লীপ,Leap,অংশু বাচ,Angshu Bach,নতুন এন্ট্রি,New Entry,জিতের সিনেমা,Jeets Film,শিশু অভিনেতা,Child Artist

প্রসঙ্গত ধারাবাহিকের নিয়মিত দর্শকরা জানেন ঘুর্ণির মেয়ের মিতুল ভীষণ বুদ্ধিমতী। যে কোন কঠিন পরিস্থিতিতেই সে নিজের মাথা ঠান্ডা রেখে সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারে। তাই শুরু থেকেই দেখা যাচ্ছে লাহিড়ী বাড়িতে লুকিয়ে থাকা ইন্দ্র-মিতুলের চরম শত্রু রণোজিৎ লাহিড়ী ওরফে রণোকে বারবার নিজের বুদ্ধির জোরেই হারিয়ে দিচ্ছে মিতুল।

ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী দেখা যাচ্ছে আবারও  মিতুলের বুদ্ধির জোরেই মুখোশ খুলে গিয়েছে রণোর।  ছোট থেকেই মনের মধ্যে বাড়তে থাকার প্রতিহিংসার কারণেই সৎ দাদা ইন্দ্রজিৎ লাহিড়ী কে ইতিমধ্যে বহুবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল রণো।  কিন্তু বারবার সে মিতুলের বুদ্ধির কাছে গো হারা হেরেছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনাবাড়ি,Khelnabari,মিতুল,Mitul,লীপ,Leap,অংশু বাচ,Angshu Bach,নতুন এন্ট্রি,New Entry,জিতের সিনেমা,Jeets Film,শিশু অভিনেতা,Child Artist

আর সম্প্রতি দেখা গিয়েছে ইন্দ্রকে মেরে ফেলতে নতুন চক্রান্ত করেছিল রণো। আড়াল না রেখে একেবারে  সামনে থেকেই রণোর দিকে বন্দুক উঁচিয়ে তাকে প্রাণে মারার চেষ্টা করছিল সে। তখনই পূর্ব পরিকল্পনা মতই সেখানে বন্দুক নিয়ে হাজির হয় মিতুল। আর তখন মিতুলের হাতে প্রাণ হারানোর ভয়ে গড়গড় করে সব সত্যি বলে দেয় রণো।

নিজের মুখেই স্বীকার করে নেয় এতদিন ধরে করে আসা তার যাবতীয় সব কুকর্ম এবং অপরাধের কথা। নিজের সমস্ত অপরাধের জন্য ইতিমধ্যেই রণোর শাস্তিও ঘোষণা হয়েছে। এরইমধ্যে টেলিপাড়ায় ঘোরাফেরা করছে একটি নতুন খবর। শোনা যাচ্ছে খুব শিগগিরই দশ বছরের লীপ  নিতে চলেছে এই জনপ্রিয় সিরিয়াল। আগামী দিনে ধারাবাহিকে গুগলি বড় হয়ে যাওয়ার পাশাপাশি দেখা যাবে ইন্দ্র মিতুলের ছেলে আর অর্ক কলির মেয়েকে।

 

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,খেলনাবাড়ি,Khelnabari,মিতুল,Mitul,লীপ,Leap,অংশু বাচ,Angshu Bach,নতুন এন্ট্রি,New Entry,জিতের সিনেমা,Jeets Film,শিশু অভিনেতা,Child Artist

শুধু তাই নয় ধারাবাহিককে আসতে চলেছে আরো একটি বড় চমক। জানা আছে এককালের শিশু শিল্পী অংশুমান বাচ এন্ট্রি নেবে এই সিরিয়ালে গুগলির নায়ক রূপে। একসময় জিৎ কিংবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মত জনপ্রিয় সুপারস্টারদের সিনেমায় শিশু শিল্পীর চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন অংশু।  তবে এখন আর সেই ছোট্টটি নেই তিনি। এখন বেশ বড় হয়ে গিয়েছেন তিনি। এবার খেলনা বাড়ির সিরিয়ালে দেখা যাবে তাঁকে। তাঁর বিপরীতে গুগলি চরিত্রে দেখা যাবে লালকুঠি খ্যাত জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী ভট্টাচার্যকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥