• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোলাপি চুল, গোলাপি নাক! হ্যালউইনে অদ্ভুত সাজে ক্যামেরাবন্দী সানি লিওন

গত ৩১শে অক্টোবর ছিল হ্যালউইন ডে। আর সেই উপলক্ষে টলি-বলি পাড়ার কম-বেশি সব তারকারাই অদ্ভুত অদ্ভুত সাজে হাজির হয়েছিলেন। এবার সেই তালিকা থেকে বাদ গেলেন না বলিউডের হট অভিনেত্রী সানি লিওন-ও (sunny leone)।

সানি লিওন মানেই পুরুষদের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। তার গ্ল্যামার, শরীরী আবেদন, অভিনয়ের দক্ষতা, নাচের পারফেক্ট মুভস সবই বেজায় পছন্দ তার পুরুষ অনুগামীদের। তাই অনুগামীদের মন রাখতে মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিত্যনতুন অবতারে হাজির হন তিনি।

এবার আর উষ্ণতা ছড়াতে চেনা শরীরী ভাষায় নিজেকে মেলে না ধরে অদ্ভুত সাজে ক্যামেরা বন্দী হলেন জিসম-২ (jism 2) খ্যাত অভিনেত্রী সানি লিওন (Sunny leone)। হ্যালুউইন লুকে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে মজার মজার ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল স্প্লিটসভিলার হোস্ট। গোলাপি চুল, নাকের ডগায় গোলাপি রঙ, আর ঝলমলে নীল পোশাকে নয়া অবতারে হাজির তিনি।

ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, শুভ হ্যালোইন !! আমি আশা করি, সবাই এই বছর মজা পেয়েছে … আমি এই বছরে সবচেয়ে বেশি ছুটি পেয়েছি।’ আজকাল আমাদের দেশেও হ্যালউইনের চল শুরু হয়েছে। হ্যালউইন হল আমাদের ভূত চতুর্দশীর মতো। হ্যালোইন’ বা ‘হ্যালোউইন’ শব্দটি এসেছে স্কটিশ ভাষার শব্দ ‘অল হ্যালোজ’ ইভ থেকে। হ্যালোউইন শব্দের অর্থ ‘পবিত্র সন্ধ্যা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥