• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আমিতো পুরো ফ্যান! লজ্জার মাথা খেয়ে জামা খুলে ভাইরাল উরফি, প্রশংসায় পঞ্চমুখ সানি লিওনি

Published on:

Sunny Leone praises Urfi Javed and calls her Gutsy, watch video

ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed) এমন একজন ব্যক্তিত্ব যাকে নিয়ে চর্চা লেগেই থাকে। নিজের পোশাক, কিংবা বিতর্কিত মন্তব্যের সৌজন্যে নেটমাধ্যমের চর্চার কেন্দ্রে চলে আসেন তিনি। এই কারণে উরফিকে নেটিজেনদের কম কটু কথা শুনতে হয় না। যদিও সেই ট্রোলিংকে বিশেষ পাত্তা দেন না ‘বিগ বস ওটিটি’ খ্যাত এই অভিনেত্রী। এবার এই কারণেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন খোদ সানি লিওনি (Sunny Leone)।

শনিবার থেকে শুরু হয়েছে সানি সঞ্চালিত জনপ্রিয় রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিলা’র ১৪তম সিজন। এই সিজনেই দেখা যাবে উরফিকে। প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই উরফির ‘স্প্লিটসভিলা’য় থাকা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছিল। সম্প্রতি সংশ্লিষ্ট শোয়ের সাংবাদিক বৈঠকেও সানিকে উরফির বিষয়ে প্রশ্ন করা হয়। আর তখনই তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন তিনি।

Urfi Javed and Sunny Leone

উরফির প্রসঙ্গে কথা বলার সময় সাংবাদিক বৈঠকেই সানি বলে দেন তিনি ‘বিগ বস ওটিটি’ খ্যাত অভিনেত্রীর বড় ফ্যান। সানি বলেন, ‘আমি ওঁর ফ্যান। ও খুব ভালো এবং মিষ্টি একটি মেয়ে। ও শোয়ের অংশ ছিল এবং সঠিক সময়ে সঠিকের পক্ষে কথা বলার যে গুণ ওঁর রয়েছে আমি সেটার জন্য হাততালি দিতে চাই’।

সানির সংযোজন, ‘আমি যখন শোয়ের সঞ্চালনা করছিলাম সেই সময় উরফির এই গুণ আমায় নাড়িয়ে দিয়েছিল। আমার এখনও ওঁর একটা কথা মনে আছে ‘আমি এরকমই। আমায় এভাবেই গ্রহণ করো’। আমি ওঁর এই জিনিসটার সঙ্গে অনেকটা একাত্ম করতে পেরেছিলাম। আমি এই রকম সাহসী মেয়ে খুব পছন্দ করি। যারা ওঁকে না জেনেই বিচার করেছে, কটু কথা শুনিয়েছে তাঁদের প্রত্যেকের জন্য এটা একটা বার্তা ছিল। আর ও কতখানি মজার মানুষ সেটা তো আমি বলতে পারব না’।

Urfi Javed

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ‘স্প্লিটসভিলা’য় উরফি একজন সাধারণ প্রতিযোগী হিসেবে যাননি। প্রত্যেকের সঙ্গে থাকলেও, সব টাস্ক করলেও তিনি সেখানে নানান রকম দুষ্টুমি, মজার কাণ্ডকারখানা করবেন। বাকি প্রতিযোগীদের কাছে উরফির এই কথা অজানাই থাকবে।

উরফি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বেশ অনেকটা সময়ই হয়েছে। তবে করণ জোহর সঞ্চালিত ‘বিগ বস ওটিটি’র হাত ধরে তাঁর জনপ্রিয়তা পাওয়া শুরু। এরপর সোশ্যাল মিডিয়ায় সৌজন্যে সেই জনপ্রিয়তা আরও অনেক গুণ বেড়ে গিয়েছে। এখন উরফি নামটাই যথেষ্ট, তাঁর আলাদা করে আর কোনও পরিচয়ের প্রয়োজন পড়ে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥