বলিউডের (Bollywood) সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম সানি লিওনি (Sunny Leone)। এক সময়ে ছিলেন নীল ছবির (Porn) জনপ্রিয় তারকা। কিন্তু সেই জীবনে বেশিদিন থাকেননি সানি, বরং অল্প দিনেই বলিউডে প্রবেশের পরে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিয়েছেন পাকাপাকি ভাবে।
তবে বলিউডের প্রবেশের পথটা কিন্তু একেবারেই সহজ ছিল না। প্রথমদিকে যখন বলিউড প্রবেশ করেছিলেন তখন নানা কথা শুনতে হয়েছিল অভিনেত্রীকে। ‘জিসম ২’ ছবি দিয়ে শুরু হয়েছিল বলিউড যাত্রা। ছবিতে সানির অভিনয় বেশ প্রশংসা কুড়িয়ে ছিল। এরপর রাগিনী এমএমএস, হেট স্টোরি ইত্যাদি ছবিতে অভিনয় করে দর্শকদের মনে নিজের জায়গা পাকা করেন সানি। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
দর্শকদের প্রিয় সানি লিওনি এবার প্রথমবার হাজির হলেন বাংলায়। হ্যাঁ ঠিকই দেখছেন সানি লিওনি বাংলায় আসছেন। বাংলার একটি জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো হল ‘ডান্স ডান্স জুনিয়র (Dance Danci Junior)’। আর এবার সেখানেই হাজির হতে চলেছেন সানি লিওনি। রিয়ালিটি শোতে বিচারকের আসনে দেখা যাবে সানি লিওনিকে। ছোট্ট ছোট্ট খুদেদের নিয়ে তৈরী এই ডান্স রিয়্যালিটি শোতে কেমন পারফর্ম করছে সকলে তা এবার বিচার করবেন বেবি ডল।
মূলত রিয়্যালিটি শোতে TRP এর জন্য মাঝে মধ্যেই স্পেশাল কিছু অতিথিদের নিয়ে আসা হয়। এ ক্ষেত্রেও সানি লিওনির প্রবেশ অনুষ্ঠানটিকে আরো বেশি জনপ্রিয় করে তুলবে বলা যেতেই পারে। সাথে সাথেই বাড়বে শো এর TRP। ইতিমধ্যেই সানি লিওনির সাথে বিশেষ পর্বের শুটিং শেষ হয়ে গিয়েছে। আর সেই বিশেষ পর্বের কিছু ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ছবিতে সাদা রঙের একটি গাউনের মত পোশাকে হাজির হতে দেখা যাচ্ছে সানি লিওনিকে। ছবি গুলি দেখার পরেই দর্শকদের মধ্যে উত্তেজনা আরো বেড়ে গিয়েছে। রিয়্যালিটি শোয়ের আগামী পর্বের জন্য রীতিমত অপেক্ষায় আছেন দর্শকেরা। এবার শুধু শনিবারের অপেক্ষা।